Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

কপিল মুনির আশ্রমে পুজো থেকে ভারত সেবাশ্রম সংঘে প্রার্থনা, ছবিতে দেখুন মমতার গঙ্গাসাগর সফর

সাগরে স্নানে গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে দু'দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারচুয়ালি উদ্বোধন করেন সুন্দরবন বিষয়ক দপ্তরের ৪০ মিটার দীর্ঘ কাকদ্বীপের কামারহাট সেতু।

তৃণমূল সরকারের আমলে গঙ্গাসাগরে প্রচুর কাজ হয়েছে। সুগম হয়েছে যোগাযোগ ব্যবস্থা। তবে সেই যোগাযোগ ব্যবস্থা আরও সুগম করতে মুড়িগঙ্গাতে বিশাল ব্রিজ বানাতে চায় রাজ্য সরকার। কেন্দ্রের সাহায্য না মিললেও রাজ্য সরকারই ১০ হাজার কোটির সেই প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে।

এ ছাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি, কালীমন্দির, তারকেশ্বর, জহুরা কালী এবং তারাপীঠ, এই ৫টি মন্দিরের আদলে তৈরি নির্মাণেরও উদ্বোধনও করেন মমতা।

সাগরের ভারত সেবাশ্রম সংঘেও যান মুখ্যমন্ত্রী। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে দিনভর একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বারবার আরজি জানানো সত্ত্বেও সাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দিচ্ছে না কেন্দ্র।

বিকেলে কপিল মুনির আশ্রম পরিদর্শন করেন তিনি। সেখানে মন্দির চত্বরে আলোকসজ্জার উদ্বোধন করেন।

এদিন পুণ্যার্থীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, তাড়াহুড়ো করে একসঙ্গে স্নানে না নেমে প্রশাসনকে সহযোগিতা করতে। একই সঙ্গে ঘোষণা করেছেন, স্নানে গিয়ে দুর্ঘটনায় কারও মৃত্যু হলে রাজ্য সরকার তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে।