Advertisement
Advertisement

Breaking News

লাইট অ্যান্ড সাউন্ডে ফুটে উঠবে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস, দেখুন কালীপুজোর প্রস্তুতির ছবি

নিষিদ্ধ বাজি। রংবেরঙের প্রদীপ কিনতে ব্যস্ত কচিকাঁচারাও।

কালীপুজো উপলক্ষে বিশেষভাবে সেজে উঠছে দক্ষিণেশ্বর মন্দির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হবে মন্দিরের ঐতিহ্য।

প্রদীপের আলোয় সাজবে বাড়ি। রংবেরঙের প্রদীপ কিনতে ব্যস্ত কচিকাঁচারা।

বাজি নিষিদ্ধ, তাই নানা ধরনের প্রদীপ বিক্রি করছেন বিক্রেতারা। কোনওটি ফু দিলেও নেভে না, তো কোনওটি সুগন্ধি দিয়া।

পুজোর জন্য প্রস্তুত হচ্ছেন মা কালী। কুমোরপাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

দুর্গাপুজোয় করোনাসুর বধের সাক্ষী থেকেছে বাংলা। আর কালীপুজোয় করোনা ধরা দিয়েছে ডাকিনি-যোগিনী রূপে।

কালীপুজো মানেই তো তেনাদেরও আসার সময়...

করোনা কালে মন্দার বাজার। কেনাকাটার প্রবণতা আগের তুলনায় অনেকটাই কম। দুশ্চিন্তায় দিন কাটছে ব্যবসাদার, শিল্পীদের।

নারীর হাতেই সেজে উঠছে শক্তিরূপীণি।