রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন শাসক-বিরোধী উভয় দলের প্রার্থীরা। বাড়ি বাড়ি ঘুরে প্রচার, কর্মিসভায় ভোট উত্তাপে ফুটছে বাংলা।
প্রচারে বেজায় ব্যস্ত যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। ভোটের হাজারও ব্যস্ততার মাঝে শরীরের দিকে খেয়াল রাখতেই হবে। তাই স্বাস্থ্যকর খাবার ছাতুর শরবত খেয়েই রবিবাসরীয় প্রচারে নামেন।
আজাদগড় বাজারে প্রচারে যান। দরদাম করে কিনলেন সবজিও। লাল শাক থেকে ফুলকপি কিনলেন সব কিছু। ভোটারদের সঙ্গে সারলেন আলাপচারিতা।
দুঁদে রাজনীতিক তিনি। ভোটে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। রবিবাসরীয় প্রচারে ভিন্ন মুডে ধরা দিলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। খেললেন ফুটবল।
'টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন' মামলায় বিতর্কে জড়িয়েছিলেন। সেই মহুয়া মৈত্রকেই কৃষ্ণনগর থেকে আবারও প্রার্থী করেছে তৃণমূল। জিতলে হারানো সাংসদ পদ ফের ফিরে পাবেন মহুয়া। রবিবার কর্মিসভা সারলেন।
রাজনীতিতে আনকোরা পূর্ব বর্ধমানের তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার। রবিবার বুথভিত্তিক কর্মিসভায় যোগ দেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী।
হুগলির পান্ডুয়ার সিমলাগড় কালীবাড়িতে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার অভিযান শুরু করেন তারকা প্রার্থী রচনা। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হুডখোলা গাড়িতে চড়ে করলেন রোড শো।
দক্ষিণ কলকাতায় প্রচারে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.