বেলগাছিয়ার জৈন ধর্মাবলম্বীদের পরেশনাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। শৈশবের স্মৃতিচারণ করলেন সেখানে।
ধর্মে-ধর্মে পার্থক্য থাকতেই পারে। কিন্তু সবার উপরে মানবতা। মন্দিরে আরতি করে বললেন মুখ্যমন্ত্রী।
জৈন ধর্মাবলম্বীদের তরফে মুখ্যমন্ত্রীকেও দেওয়া হয় বিশেষ সম্মান। দুর্গাপুজোর বৈঠকে গিয়ে মন্দিরে আসার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ধর্মের প্রতিনিধিরা।
মুখ্যমন্ত্রীর কাছে স্কুলের জন্য জমিদানের আরজি জানিয়েছেন জৈন ধর্মাবলম্বীরা। পুর এবং নগরান্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বিষয়টি দেখে নিতে বলেছেন।
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের জন্য বিরাট সুখবর দেন মুখ্যমন্ত্রী। ফের একবার আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতে চলেছে রাজ্য।
রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংগঠন অনুমোদিন প্যাসিফিক এরিয়া ট্রাভেলস অর্গানাইজেশনের তরফে বাংলাকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক পর্যটন পুরস্কার ২০২৩ জিতে নিয়েছে বাংলা। স্বীকৃতি পেয়েছে সাংস্কৃতিক ক্ষেত্রে শ্রেষ্ঠ গন্তব্য হিসেবে। আন্তর্জাতিক সংস্কৃতির মানচিত্রে বিশেষ স্থান করে নিয়েছে এ রাজ্য।
২০২৩ সালের ৯ মার্চ বার্লিনের এক আন্তর্জাতিক অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.