Advertisement
Advertisement
বিশ্ব বই দিবস

‘বিশ্ব বই দিবস’-এ বলিউড ও টলিউডের ‘বইপোকা’ তারকাদের কথা, দেখুন ফটো অ্যালবাম

কোয়ারেন্টাইন পর্বে আরও বেশি করে বইয়ে ডুব দিয়েছেন এই তারকারা।

১০

টুইঙ্কল খান্না নিজেও লেখিকা। 'মিসেস ফানিবোনস' নামেই গুনমুগ্ধদের কাছে তিনি সমাদৃত। বই পড়তেও তাঁর জুড়ি মেলা ভার! পার্টি অ্যাটেন করার থেকে বই পড়াকে এই অভিনেত্রী সবসময়েই একধাপ এগিয়ে রাখেন।

১০

সইফ আলি খান যে ভীষণরকমের বইপোকা, তা নবাব-পুত্তুর ঘনিষ্ঠদের ভালই জানা। একটা আস্ত ঘরের ৪ দেওয়াল জুড়ে শুধু দেশ-বিদেশের বই আর বই। শুটিং না থাকলে এই পড়ার ঘরেই দীর্ঘক্ষণ সময় কাটান তিনি। করিনা অবশ্য বই পড়তে নয়, বরং সইফকে সঙ্গ দিতেই রিডিং রুমে মাঝেমধ্যে উঁকি দেন।

১০

ইনিও তাই! দাদার থেকে কোনও অংশে কম যান না। মেয়ে-সংসার সামলে দিব্যি বই পড়ার শখ জারি রেখেছেন। পাশাপাশি সোহা আলি খান কিন্তু একজন লেখিকাও।

১০

ছোট থেকেই স্থান-কাল-পাত্র না দেখে যেখানে সেখানে বই পড়তে বসে যাওয়ার অভ্যেস রয়েছে নাকি সোনম কাপুরের। লম্বা বিমান সফর? কুছ পরোয়া নেহি! নিজের সঙ্গে কারি কারি বই ক্যারি করেন সোনম।

১০

সময় পেলেই বইয়ের পাতায় ডুব দেন। তবে ব্যাস্ততার জন্য রুটিন মেনে বই পড়ার অভ্যেস নাকি এখন হারিয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের!

১০

ছেলে-মেয়ে, সংসার সামলে কাজলও বই পড়ার অভ্যেস এখনও জারি রেখেছেন।

১০

ছোটবেলায় নাকি এভাবেই বই পড়তেন! আলিয়ার দিদি সহিন ভাট লেখিকা। বাবা মহেশ ভাটের লেখা বইও বেরিয়েছে। আর আলিয়া ভাটেের কিন্তু সেসব পড়া। খ্যাতনামা লেখক-লেখিকার বইও পড়েন তিনি। এই কোয়ারেন্টাইনে আলিয়া সবাইকে পরামর্শ দিয়েছেন, বাড়ি থেকে না বেরিয়ে গোটা একটা বই পড়ে শেষ করার।

১০

টলিউডে যদি ভীষণরকমের বইপোকা কাউকে বলতে হয়, তাহলে তালিকার প্রথমেই নাম আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। বাড়িতে দিব্যি ছোট্ট একটা লাইব্রেরি বানিয়ে নিয়েছেন। শুটিং না থাকলেই বইচর্চা করেন।

১০

ছেলে সহজ অনেকটাই ছোট। তাই সাধারণত সময় না পেলেও এই কোয়ারেন্টাই পর্বে বই পড়ার অভ্যেসটাকে ফের ঝালিয়ে নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার।

১০ ১০

ঋতাভরী চক্রবর্তীও যে বই পড়তে ভালবাসেন, তা তার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যাবে। টলিউডের আরেক নায়িকা সোহিনী চক্রবর্তীও বেশ বই পড়েন। বর্তমান পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে এই তো সেদিন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা পাঠ করে শুনিয়েছিলেন।