এশিয়ান গেমসে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এবার এশিয়াডে ১০৭টি পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। পদক তালিকায় ভারত শেষ করেছে চতুর্থ স্থানে।
এশিয়াডে পদকজয়ীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। অ্যাথলিটদের সঙ্গে আলাপচারিতার নানা মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
গোটা দেশ তোমাদের জন্য গর্বিত। অ্যাথলিটদের বললেন প্রধানমন্ত্রী। তুলে দিলেন বিশেষ স্মারকও।
অ্যাথলিটদের সাফল্যে গোটা দেশে উৎসবের আবহ। অ্যাথলিটদের বললেন আপ্লুত মোদি।
প্রধানমন্ত্রী জানান, তিনি নিশ্চিত যে ভারত খেলাধুলোয় সঠিক পথে এগোচ্ছে। দ্রুত ক্রীড়াক্ষেত্রে মহাশক্তিধর দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে ভারত।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.