Advertisement
Advertisement

Breaking News

মাস্টারদা স্মৃতি সংঘ

চাহিদা ভুলে মায়ের চরণ তলে শরণের কথা বলবে কেষ্টপুরের এই পুজো

কীভাবে সেজে উঠছে মণ্ডপ? দেখুন ভিডিও।

Durga Puja 2019: the theme of Master da Smriti sangha
Published by: Sulaya Singha
  • Posted:September 23, 2019 4:30 pm
  • Updated:September 23, 2019 9:46 pm

সুলয়া সিংহ: জীবন-জীবীকা নিয়ে সদাই ব্যস্ত মানুষ৷ কিন্তু এত ব্যস্ততা কীসের? হাজার কাজের মধ্যে সেটাই আর মনে করার ফুরসৎ মেলে না৷ প্রয়োজন নাকি চাহিদা? কীসের জন্য ব্যস্ত মানুষ? প্রয়োজনের তাগিদের ব্যস্ততা মানুষকে ক্লান্ত করে না৷ কিন্তু চাহিদার পিছনে লাগাতার দৌড়েই ক্লান্ত সকলে৷ এই চাহিদাকে শিকল পড়ানোও কঠিন৷ তা আগেও ছিল৷ আজও আছে৷ ভবিষ্যতেও হয়তো এই চাহিদার ব্যতিক্রম হবে না৷ উলটে সে মাত্রা সীমা ছাড়াতে পারে৷ লোভ-চাহিদা-কামনা-বাসনা, এসবই একটা সময় মানুষের শত্রুতে পরিণত হয়৷ আর শিল্পী মানস রায়ের ভাবনায় সমাজের এই সমস্যাই এবার ফুটে উঠবে কেষ্টপুর মাস্টারদা স্মৃতি সংঘের মণ্ডপে৷

[আরও পড়ুন: ‘চিকনের চেকনাই’য়ে রঙিন মণ্ডপ, একটুকরো লখনউ দেখুন উল্টোডাঙার এই পুজোয়]

Masterda-smriti sangha

Advertisement

যতদিন যাচ্ছে, চাহিদা পূরণের লক্ষ্যে ততই নেশার মতো ছুটছে মানুষ৷ কারও লক্ষ্য অর্থের গদিতে বসে জীবন কাটানো তো কেউ সুখ আর ঐশ্বর্যের খোঁজে দিনরাত এক করে ফেলছেন৷ আর এই চাহিদার চাপেই জর্জরিত আমআদমি৷ অসুররূপী এই চাহিদা থেকে মুক্ত করে মায়ের চরণতলে নিজেকে আত্মসমর্পণ করলেই আসলে মিলবে প্রকৃত শান্তি৷ আর তাই এবারে তাদের থিমের নাম ‘তব চরণ তলে’৷ শিল্পী মানস রায় বলছিলেন, “কবিগুরুর ভাষাকে ধার করেই নিজের চিন্তার ব্যপ্তি ঘটিয়েছি৷” স্খলিত শিথিল কামনারও ভার/বহিয়া বহিয়া ফিরি কত আর…৷ শেষ জয় যেন হয় সে বিজয়ী/তোমারই কাছেতে হারিয়া৷

Advertisement

Masterda-smriti sangha

মণ্ডপের শুরুতেই ‘তব চরণ তলে’ থিমটি আঁচ করতে পারবেন দর্শনার্থীরা৷ মধ্যভাগে ফুটে উঠবে মানুষের চাহিদার চাকায় পিষে যাওয়ার কাহিনী৷ আর সব শেষে মায়ের চরণে আত্মসমর্পণের ছবি৷ লালসা-কামনা-বাসনা থেকে মুক্তির পথ দেখাবেন মা৷ তাই মণ্ডপের এই অংশটা হয়ে উঠেছে রঙিন৷ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করছেন শিল্পী সনাতন পাল৷ আর এই পরিবেশ পরিপূর্ণ হয়ে উঠবে সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্যর তৈরি আবহে৷ তাই আত্মগ্লানি মুছতে এবার পৌঁছে যান মাস্টারদা স্মৃতি সংঘের মণ্ডপে৷

 

[আরও পড়ুন:  এবার নারী-পুরুষের চিরন্তন প্রেমের নদীতে অন্তর্যাত্রার গল্প বেহালা নূতন সংঘের পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ