Advertisement
Advertisement
বেহালা ফ্রেন্ডস ক্লাব

এবার পুজোয় সমাজের অবহেলিত ও অপাংক্তেয়দের কাহিনি বলবে বেহালা ফ্রেন্ডস

কীভাবে সেজে উঠেছে মণ্ডপ, দেখুন ভিডিও।

Durga Puja 2019: Theme of Behala Friends is Sobinaye Nibedan
Published by: Sulaya Singha
  • Posted:September 26, 2019 4:14 pm
  • Updated:September 26, 2019 4:14 pm

পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির sangbadpratidin.in৷ আজ পড়ুন বেহালা ফ্রেন্ডসের পুজো প্রস্তুতি৷

সুলয়া সিংহ: পুজো পরিক্রমায় বেরিয়ে প্রতিমা দর্শনের সঙ্গে যদি বাস্তবের মাটিতে পা রাখা এক ব্যক্তির জীবনের সাক্ষী হতে চান, তবে এবার আপনাকে পৌঁছে যেতে হবে বেহালা ফ্রেন্ডসের পুজোয়৷ যেখানে শিল্পী বিশ্বনাথ দে’র ভাবনায় ফুটে উঠেছে এক টাইপ রাইটারের জীবন৷ ধরে নেওয়া হয়েছে, তার নাম হরিপদ৷ অপাংক্তেয় সেই হরিপদই এই মণ্ডপের ‘নায়ক’৷ থিমের নাম, সবিনয় নিবেদন৷

Advertisement

[আরও পড়ুন: কলকাতা আছে কলকাতাতেই, বাঙালির প্রাণের শহরের কোলাজ এই পুজোয়]

সকালে অফিস পাড়ার ব্যস্ততা, বাস-ট্রামের আওয়াজ ছাপিয়ে কানে আসে গাড়ি বারান্দার পিলারের তলায় টাইপ-রাইটারের টুকটাক শব্দ৷ আর পাঁচজনের মতোই কাজ নিয়ে ব্যস্ত হরিপদও৷ আগের দিনের জমা অনেক চিঠি টাইপ করার কাজ৷ সামনেই পুজো৷ তাই কোর্টেও ছুটি পড়ে যাবে৷ দৈনন্দিন কাজের বোঝাও খানিকটা কমবে হরিপদর৷ পার্বণীর সঙ্গে ডিভোর্সের মামলা চলছে৷ টাইপিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই তাঁর টকটকে লাল সিঁদুর পরা মুখটা ভেসে ওঠে হরিপদর সামনে৷ কিন্তু চিঠি টাইপের ব্যস্ততা আবার সব ভুলিয়ে দেয়৷ সেই কর্মব্যস্ত পরিবেশই ফুটে উঠবে মণ্ডপের শুরুতে৷ ভিতরে ঢুকলেই অন্য পরিবেশ৷

Advertisement

Behala Friends

পুজোর আগে মেসবাড়ির ভাড়া চুকিয়ে গ্রামের বাড়িতে দুর্গাপুজোর ছুটি কাটাতে যাবে হরিপদ৷ শরিকি ঝামেলা মিটিয়ে পুজোর কটা দিন সবাই একসঙ্গে আনন্দে মেতে ওঠে সেখানে৷ অপাংক্তেয়র আবার অংশীদারী কীসের! তাই হরিপদর সঙ্গে কারও কোনও ঝামেলাও নেই৷ বাড়ি ফেরার পথে পুরনো কাগজ, ফাইলগুলো নিয়ে যায় সে৷ তাই দিয়েই মায়ের আঙিনা সাজায়৷ যত্ন করে আলপনা দেয়৷ মায়ের আরাধনায় মেতে ওঠে৷ তাঁর হাতের শৈলী প্রশংসাও পায় দু-একজনের৷ সারাজীবনের পাত্তা না পাওয়া অপাংক্তেয়র জীবনে এই বাহবা পাওয়াও কম কী৷ হরিপদ এক দৃষ্টিতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে৷ হরিপদর সেই দৃষ্টিতে সেজেছে মণ্ডপ৷ আর এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা বানিয়েছেন অরুণ কুমার পাল৷ সমাজের এমন সব অবহেলিত অপাংক্তেয়দের কাহিনিই বলবে বেহালা ফ্রেন্ডস৷

Behala Friends

[আরও পড়ুন: এবার পুজোয় সমাজের শ্রমজীবী মানুষদের কুর্নিশ জানাবে সমাজসেবী সংঘ]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ