প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কটাদিন। তারপরই সরস্বতী পুজো। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু চলতি বছর পুজোর দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ২ নাকি ৩ ফেব্রুয়ারি, বাগদেবীর আরাধনা করবেন, তা স্থির করতে পারছেন না অনেকেই। তাই পঞ্জিকা মতে জেনে নিন বসন্তী পঞ্চমী কতক্ষণ থাকবে।
বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা মতে, ২ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বেলা ১২টা ৩৪ মিনিটে পড়ছে পঞ্চমী। পরদিন ৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ৯টা ৫৯ মিনিট নাগাদ ছাড়ছে পঞ্চমী। সুতরাং দুদিনই পুজো করা যেতে পারে।
আবার দৃকপঞ্জিকা অনুযায়ী, ২ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৯টা ১৪ মিনিট থেকে সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে। সেক্ষেত্রে দুইয়ের মধ্যে যেকোন একদিন বাগদেবীর আরাধনা করতেই পারেন।
শুধু তো আর পুজো নয়। বাগদেবীর আরাধনার সঙ্গে গোটা সেদ্ধ শীতল ষষ্ঠীরও যোগ রয়েছে। সুতরাং ৩ ফেব্রুয়ারি, সোমবার গোটা সেদ্ধ রান্না করা যেতে পারে। পরদিন অর্থাৎ ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে ষষ্ঠীপুজোর পর ওই গোটা সেদ্ধ খেতে পারবেন। কারণ, যে গৃহস্থ বাড়িতে শীতল ষষ্ঠীর রীতি রয়েছে, সেই বাড়িগুলিতে ওইদিন রান্না হয় না। গরম খাবার খাওয়ার রীতি নেই। সেক্ষেত্রে বাসি গোটা সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হয়। আবার কুলের চাটনি খাওয়ারও রীতি মেনে চলেন অনেকে।
সরস্বতী পুজোর দিন আর কী করণীয়:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.