১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

লোকনাথ বাবার আশীর্বাদ পেতে তিরোধান দিবসে মেনে চলুন এই নিয়মগুলি

Published by: Sayani Sen |    Posted: June 3, 2022 9:58 am|    Updated: June 3, 2022 10:00 am

Some rituals which should be done in Loknath Puja on this auspicious day | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ভগবানে বিশ্বাসী? তবে তো আজ আপনার খুবই ব্যস্ততার দিন৷ ভাবছেন তো কেন? ভাবনাচিন্তা ছেড়ে চোখ রাখুন ক্যালেন্ডারের পাতায়৷ এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ব্যস্ততার কারণ৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন৷ আজ ১৯ জ্যৈষ্ঠ অর্থাৎ লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষ্যে পুজো৷ ভাবলেন আর পুজো করে ফেললেন, তা তো আর হবে না৷ বরং তার আগে জেনে নিন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য সারাদিন কী কী করবেন? আর কোন কাজ ভুলেও করবেন না৷

 

প্রথমেই বলে রাখি লোকনাথ পুজোয় উপকরণ লাগে খুবই সামান্য৷ ঠিক কী কী উপকরণ প্রয়োজন সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নিন৷ লোকনাথ পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল৷ বেলপাতা আনতে যেন ভুলবেন না। লোকনাথ বাবাকে তুষ্ট করতে চাইলে পুজোর উপাচারে তালশাঁস ও কালোজাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিষ্টান্ন ভোগ হিসাবে প্রয়োজন মিছরি, তালমিছরি, যে কোনও সাদা মিষ্টি।

[আরও পড়ুন: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, যুগ্মভাবে প্রথম বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের দুই ছাত্র]

‘রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব’৷ একথা বলেছিলেন শিবের অবতার বাবা লোকনাথ। তাই এই দিন সবার আগে শিবের পুজো করতে হবে। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে। এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে দিন। মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদের দান করতে হবে। কারও জন্মকুণ্ডলীতে যদি দারিদ্রযোগ থাকে, তাহলে অবশ্যই লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা যায়, তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। বছরে শুধু একদিনই নয়৷ প্রতি সোমবার ‘জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ’ মন্ত্র উচ্চারণ করে লোকনাথ পুজো করুন৷ তাহলে দেখবে জীবনে চলার পথ সুগম হবে৷ সমস্ত বিপদ থেকে নিমেষেই রক্ষা পাবেন৷ পূর্ণ হবে মনোবাঞ্ছা৷

[আরও পড়ুন: এক ফোঁটা জলের জন্য জীবনের ঝুঁকি! দড়ি ছাড়াই গভীর কুয়োতে নামছেন মহিলারা, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে