ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ফের লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। এখনও পর্যন্ত ৭০ হাজার ভারতীয় আক্রান্ত হয়েছেন। মৃত অন্তত ৭০! তবে সার্স-কোভ-২ এখন মোটামুটি মরশুমি সর্দি-কাশির মতো উপসর্গে দাঁড়িয়েছে। কিন্তু এরই মধ্যে ভয় ধরাচ্ছে এক নয়া ভ্যারিয়্যান্ট NB.1.8.1। যার ডাকনাম ‘নিম্বাস’। যার উপসর্গ হল গলায় ব্লেড বেঁধার অনুভূতি।
কোথা থেকে ছড়াল নয়া ভ্যারিয়্যান্ট?
জানা গিয়েছে, প্রথমে চিন ও হংকংয়ে দ্রুত ছড়িয়েছিল নিম্বাস। পরবর্তী সময়ে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ভার্জিনিয়া, নিউ ইয়র্কের মতো মার্কিন প্রদেশগুলিতে ছড়িয়ে পড়ে। এমনকী অস্ট্রেলিয়াতেও দেখা মিলেছে। এই মাসে ব্রিটেনেও ১৩ জন আক্রান্ত এই ভ্যারিয়্যান্টে। এবং এদেশেও মাথাচাড়া দিয়েছে সেটি। এর মধ্যে ১০ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি করতে হয়েছে আক্রান্তকে।
উপসর্গ কী?
আগেই বলা হয়েছে, এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার অন্যতম উপসর্গ হল গলায় ব্লেড বেঁধার মতো যন্ত্রণা। এছাড়াও জ্বর, শৈত্যবোধ, সর্দিকাশি, শ্বাসকষ্ট, স্বাদগন্ধ চলে যাওয়া।
WHO কী বলছে?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই নয়া ভ্যারিয়্যান্টটিকে ‘ভ্যারিয়্যান্ট আন্ডার মনিটরিং’ অর্থাৎ পর্যবেক্ষণে রাখা কোভিড প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এটাও জানানো হয়েছে, এটা দ্রুত ছড়ালেও আতঙ্কের কিছু এখনও পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে আশ্বস্ত করা হয়েছে, কোভিড টিকা নেওয়া থাকলে ভয় নেই। নিম্বাসে আক্রান্ত হলেও তাকে হারিয়ে দেওয়া যাবে সহজেই।কেন এটা দ্রুত ছড়াচ্ছে?
বিজ্ঞানীরা জানাচ্ছেন, NB.1.8.1 দ্রুত ছড়াচ্ছে, কেননা মানবকোষের সঙ্গে এটি শক্তিশালী বন্ধন তৈরি করতে অনেক বেশি সক্ষম। সাধারণ ভাবে সার্স-কোভ-২ শরীরে প্রবেশ করে ACE2 রিসেপ্টর দিয়ে। এই ভ্যারিয়্যান্টের সঙ্গে যার শক্তিশালী বন্ধন তৈরি হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.