Advertisement
Advertisement
Aditya-L1

নয়া ইতিহাস গড়ল ISRO! মহাশূন্যে এবার কোন নজির আদিত্য এল১-এর?

গত সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা হয়েছিল আদিত্যকে।

Aditya-L1: ISRO activated second instrument on Indian solar spacecraft। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:December 2, 2023 1:42 pm
  • Updated:December 2, 2023 1:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নয়া মাইলফলকে পৌঁছল ইসরো। দিল ‘মহাজাগতিক’ সুখবর! ইসরোর (ISRO) সৌরযান আদিত্য এল ১ (Aditya L1) সম্পর্কে মিলল নতুন আপডেট। সৌরবায়ুর গতিপ্রকৃতি পরিমাপ করা শুরু করল যানটির মধ্যে থাকা একটি যন্ত্র। শনিবার নিজেদের এক্স হ্যান্ডলে পোস্ট করে এই খবর জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

কী এই যন্ত্রটি? ইসরো জানিয়েছে ‘আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট’ তথা ASPEX নামের যন্ত্রটিতে দুটি অংশ রয়েছে। একটি সোলার উইন্ড আয়ন স্পেক্ট্রোমিটার তথা সুইস ও সুপার থার্মাল অ্যান্ড এনার্জেটিক পার্টিকল স্পেক্ট্রোমিটার তথা স্টেপস। এর মধ্যে দ্বিতীয় অংশটি ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর সক্রিয় হয়েছিল। গত ২ নভেম্বর থেকে সক্রিয় হয়েছে সুইস। আর এবার সে কাজ শুরু করল। সফলভাবেই সে সৌরবাতাসের আয়ন, প্রাথমিক প্রোটন ও আলফা কণাকে মাপতে পেরেছে। জানাচ্ছে ইসরো।

Advertisement

[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]

২ সেপ্টেম্বর সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় আদিত্যকে। ৩ সেপ্টেম্বর প্রথমবার কক্ষপথ বদলেছিল সৌরযান। এর পর একে একে পাঁচবার কক্ষপথ বদলে পৃথিবীর ‘মায়া’ কাটিয়ে মহাশূন্যে পাড়ি দিয়ে সূর্যের (Sun) কাছাকাছি পৌঁছে গিয়েছে সে। গত সপ্তাহেই ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছিলেন, শেষপর্যন্ত ইসরোর সৌরযান তার যাত্রার চূড়ান্ত পর্বে পৌঁছবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। ওই সময়ের মধ্যেই এল১ কক্ষপথে পৌঁছবে আদিত্য।

[আরও পড়ুন: শৈশবের রাজা-মন্ত্রী খেলাই অক্সিজেন জোগাত সুড়ঙ্গ বন্দি দশায়, বলছেন শ্রমিকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ