Advertisement
Advertisement
ISRO

চন্দ্র অতীত, এবার শুক্রে নজর ইসরোর, জানালেন সংস্থার চেয়ারম্যান

মঙ্গলের মাটিতেও ইসরোর যান নামানোর পরিকল্পনা ইসরোর।

After Moon mission, ISRO eyes Venus। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 27, 2023 2:27 pm
  • Updated:September 27, 2023 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) সাফল্যে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইসরো (ISRO)। এই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে কোনও মহাকাশযান। এবার এই সাফল্যকে পিছনে ফেলে নয়া নজির গড়তে উন্মুখ ভারতীয় মহাকাশ সংস্থা। শুক্রগ্রহ থেকে সৌরজগতের বাইরের গ্রহ- সেদিকে নজর ইসরোর। এমনটাই জানালেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ।

ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অ্যাকাডেমির এক অনুষ্ঠানে সোমনাথকে বলতে শোনা যায়, ইসরোর বড় পরিকল্পনা রয়েছে শুক্রকে (Venus) নিয়ে। শুক্রকে খতিয়ে দেখার একটি মিশন ছাড়াও পৃথিবীর উপরে মহাকাশের আবহাওয়ার প্রভাব কতটা তা দেখতে দুটি উপগ্রহ প্রেরণের পরিকল্পনা আছে। পাশাপাশি মঙ্গলে মহাকাশযান অবতরণ করাও লক্ষ্য ইসরোর।

Advertisement

[আরও পড়ুন: ‘এখন বড় নেতা হয়ে গিয়েছি, হাতজোড় করব?’ টিকিট পেয়ে অসন্তুষ্ট কৈলাস বিজয়বর্গীয়]

এরই পাশাপাশি আগামী ডিসেম্বরে এক্স রে পোলারিমিটার উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো। সেই উপগ্রহটি তারার মৃত্যুর বিষয়টি নিরীক্ষণ করবে। কেবল তাই নয়। এরই পাশাপাশি সৌরজগতের বাইরের গ্রহদের দিকেও নজর রাখতে চায় ইসরো। সেইমতো সেই গ্রহগুলির আবহাওয়া কেমন তা খতিয়ে দেখার পরিকল্পনার কথা জানাচ্ছেন সোমনাথ। প্রসঙ্গত. অন্তত ৫ হাজার এক্সো প্ল্যানেট অর্থাৎ সৌরজগতের বাইরের গ্রহের সন্ধান মিলেছে। যাদের মধ্যে কমপক্ষে ১০০টি গ্রহে আবহাওয়া রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: পদে পদে মার, উচ্ছিষ্টই খাবার! কিশোরী পরিচারিকাকে অত্যাচারে গ্রেপ্তার সেনাকর্মী ও তাঁর স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ