সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইলেকট্রনিক্স বর্জ্য যেখানে-সেখানে ফেলে দেওয়ার দিন শেষ হতে চলেছে এবার। দেশের প্রথম ই-ওয়েস্ট ইকো পার্ক তৈরি হতে চলেছে দিল্লিতে। পার্ক তৈরির জন্য ইতিমধ্যেই জায়গা ঠিক হয়ে গিয়েছে। দিল্লির হলম্বি কালানে ১১.৪ একর জায়গার ওপর ১৫০ কোটি টাকা বিনিয়োগে এই ই-ওয়েস্ট পার্ক তৈরি করা হবে।
জানা গিয়েছে, এই ই-ওয়েস্ট পার্কে বছরে প্রায় ৫১ হাজার মেট্রিক টন ই-বর্জ্য প্রক্রিয়াকরণ করা হবে। ২০২২ সালে ভারত সরকারের নিয়ম অনুযায়ী, ১০৬ ধরণের ই-বর্জ্য নিয়ে কাজ করা হবে এই পার্কে। এর ফলে বছরে আনুমানিক ৩৫০ কোটি টাকা আয় হবে বলে মনে করা হচ্ছে। পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা জানান, আর যেখানে-সেখানে ই-বর্জ্য ফেলা যাবে না। তিনি বলেন, “এই প্রকল্পের ফলে শুধু ই-বর্জ্য প্রক্রিয়াকরণই নয়। এই ফলে কর্মসংস্থান তৈরি হবে।” জানা গিয়েছে, দেড় বছরের মধ্যে এই ইকো পার্ক তৈরি হয়ে যাবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের কাজ করা হবে। খুব তাড়াতাড়ি ট্রেন্ডার ডেকে প্রকল্পের বরাত দেওয়া হবে।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ই-বর্জ্য উৎপাদনকারী দেশ। প্রতি বছর ১.৬ মিলিয়ন মেট্রিক টনেরও বেশি ই-বর্জ্য উৎপাদিত হয় দেশে। মোট বর্জ্যের প্রায় ৯.৫ শতাংশ শুধুমাত্র দিল্লির। এই বিশাল পরিমাণ ই-বর্জ্যের খুব কমই বৈজ্ঞানিকভাবে পুনর্ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। এই পার্ক তৈরি হলে সেই সমস্যা মিটবে। পাশাপাশি বর্তমানে যারা এই ধরনের কাজ করেন তাঁদের জন্য পাকাপাকি কর্মসংস্থান হবে এই ইকো পার্কে। প্রাথমিকভাবে দিল্লিতে এই ইকো পার্ক তৈরি হলেও, পরে আরও তিনটি জায়গায় এমন ইকো পার্ক তৈরি করার পরিকল্পনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.