Advertisement
Advertisement

প্রশংসনীয় উদ্যোগ, বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে স্বচ্ছতা অভিযান ভারতীয় সেনার

১৩০ টন জঞ্জাল পরিষ্কার করলেন ভারতীয় জওয়ানরা৷

Indian Army Removes 130 Tonnes Solid Waste From The Siachen Glacier

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:September 27, 2019 4:26 pm
  • Updated:September 27, 2019 4:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ নিয়ে চিন্তিত বিশ্বের প্রতিটি দেশ৷ প্রত্যেকদিন যে ভাবে বিশ্বের উষ্ণতা বাড়ছে, তা রাতের ঘুম কেড়েছে প্রতিটি রাষ্ট্রপ্রধানের৷ ক্ষমতায় এসেই পরিবেশ রক্ষার্থে ‘স্বচ্ছ ভারত’ অভিযান শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যে অভিযানে এতদিন ধরে সহযোগিতা করে এসেছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে সংগঠন৷ এবার সেই সামাজিক প্রকল্পের সরিক হল ভারতীয় সেনাও৷ বিশ্বের সর্বোচ্চ রণক্ষেত্র সিয়াচেনে ১৩০ টন জঞ্জাল পরিষ্কার করলেন জওয়ানরা৷

[ আরও পড়ুন: আরও এক মহাদেশের অস্তিত্ব! সম্প্রতি আবিষ্কৃত ‘গ্রেটার আড্রিয়া’ বাড়াচ্ছে জল্পনা ]

Advertisement

বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গনে দীর্ঘদিন ধরেই মোতায়েন রয়েছে ভারতীয় সেনা৷ হিমাঙ্কের অনেক নীচে উষ্ণতা থাকলেও, দেশ রক্ষার স্বার্থে সেখানে প্রাণপণ লড়াই চালিয়ে যান জওয়ানরা৷ এহেন সিয়াচেনের বুকেই একদিনে জমেছে জঞ্জালের পাহাড়৷ সম্প্রতি যার একটা বড় অংশ সাফ করলেন সেনা জওয়ানরা৷ নির্দিষ্ট করে বললে ১৩০.০৮ টন জঞ্জাল পরিষ্কার করলেন তাঁরা৷ যার মধ্যে ৪৮.৪১ টন জঞ্জাল জৈব পচনশীল এবং ৪০.৩২ টন অপচনশীল অধাতব জঞ্জাল৷ এছাড়া ৪১.৪৫ টন জঞ্জাল হল অপচনশীল ধাতব৷ জানা গিয়েছে, প্রবল ঠাণ্ডায় বরফের পুরু আস্তরণ ভেঙে এই জঞ্জাল সাফ করেছেন জওয়ানরা৷

Advertisement

[ আরও পড়ুন: দের কোন অংশে নেমেছিল ল্যান্ডার বিক্রম? ছবি পোস্ট করে নয়া তথ্য দিল নাসা ]

বিশ্বের ভয়ংকরতম এই রণক্ষেত্রে সেনার এই সচেতনতা অভিযান স্বভাবতই, নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে৷ পাশাপাশি জওয়ানদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছে একাংশ৷ জানা গিয়েছে, প্রত্যেকদিনই প্রকৃতির নিত্যনতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে করতে বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গনে দিন গুজরান সেন জওয়ানরা৷ কোনও কোনও সময়ে এই অংশের উষ্ণতা নেমে যায় হিমাঙ্কের ৬০ ডিগ্রি নীচে৷ সেনার হিসাব বলছে, গত দশ বছরে এই অংশে শহিদ হয়েছেন ১৬৩ জন সেনা জওয়ান৷ ১৯৮৪ থেকে এই রণাঙ্গনে সেনা মোতায়েন করতে শুরু করেছে ভারত-পাকিস্তান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ