ফাইল ফটো
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনাতঙ্কের জেরে ত্রাহি ত্রাহি রব উঠেছে বিশ্বজুড়ে। অন্য অনেক দেশের মতো ভারতেও বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এর মাঝেই গুজরাটের গির সংরক্ষিত অরণ্যে ভয়াবহ বেবেসিওসিস (babesiosis) রোগে আক্রান্ত হয়ে তিন মাসের মধ্যে প্রাণ হারাল ২৩টি এশিয়াটিক লায়ন (Asiatic lion) । এর ফলে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিচর্যাকারী বনকর্মীদের মধ্যে। যদিও গির কর্তৃপক্ষের দাবি, ২৩টি সিংহের মধ্যে পাঁচটি সিংহ নিজেদের মধ্যে লড়াই করে বা বয়সজনিত কারণে মারা গিয়েছে।
এপ্রসঙ্গে জুনাগড়ের চিফ কনজারভেটর অফ ফরেস্ট জানান, পূর্ব গির অরণ্যের ২৪টি সিংহ কিছু পশুকে খাওয়ার পরেই বেবেসিওসিস রোগে আক্রান্ত হয়। বিষয়টি বুঝতে পারার পরেই ওই সিংহগুলিকে যশধর অ্যানিমাল ট্রিটমেন্ট সেন্টার ভরতি করা হয়। ছটি সিংহকে অ্যান্টিবডির সাহায্যে সুস্থ করে তোলা সম্ভব হলেও বাকিদের বাঁচানো সম্ভব হয়নি।
প্রসঙ্গথ উল্লেখ্য বেবেসিওসিসের ফলে লোহিত রক্তকণিকাগুলি ধ্বংস হয়ে যায়। এর ফলে আক্রান্ত পশু রক্তাপ্লতায় ভুগতে থাকে। বছর দুয়েক আগেও বেবিসিওসিস নামক ভয়াবহ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছিল গির অরণ্যের ২৪টি সিংহ। তারপরই গুজরাট বনদপ্তরের উদ্যোগে আমেরিকা থেকে সিডিভি (CDV) ভ্যাকসিন নিয়ে এসে গির জাতীয় উদ্যানের সমস্ত সিংহকে তা দেওয়া হয়। কিন্তু, দুবছর বাদেই ফের স্বমহিমায় ফিরে এল সেই মারণ রোগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.