Advertisement
Advertisement
Royal Bengal Tiger

ভুটান থেকেই বক্সায় রয়‌্যাল বেঙ্গল টাইগার, ‘নবাগত’ বাঘ নিয়ে দাবি বনদপ্তরের

'হয়তো সঙ্গীনীর খোঁজে পুরুষ বাঘেরা বারবার বক্সাতে চলে আসছে', বলছেন এক বনকর্তা।

Royal Bengal Tiger found recently around Buxa came from Bhutan, claims forest department | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2023 6:42 pm
  • Updated:December 31, 2023 6:57 pm

রাজ কুমার, আলিপুরদুয়ার: বক্সায় রয়‌্যাল বেঙ্গল রহস্য ক্রমশ গাঢ় হচ্ছে। তবে ওই বাঘ যে ভুটান থেকেই এসেছে, তা শনিবার একপ্রকার দাবি করে বনদপ্তর। বৃহস্পতিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পশ্চিম বিভাগের পানা রেঞ্জের জঙ্গলে একটি রয়‌্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) ছবি ট্র্যাপ ক্যামেরায় বন্দি হয়। বেশ কয়েকদিন আগে থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের (Buxa Tiger Reserve Forest) জঙ্গলে ডোরাকাটার পায়ের ছাপ বা ‘পাগ মার্ক’-এর সন্ধান পাওয়া যাচ্ছিল। সেই পাগ মার্ক যে পুরুষ বাঘের পায়ের ছাপ, সেটাও নিশ্চিত করেছিল বনদপ্তর। এবার গোপন ক্যামেরার বাঘের ছবি চলে আসে বনদপ্তরের হাতে। তার পরই বাঘের রুট খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন বনকর্তারা। নাওয়া-খাওয়া ভুলে কোন পথে ডোরাকাটা বক্সাতে এসে উপস্থিত হল, তাই মাথাব‌্যথার কারণ হয়ে উঠেছিল তাঁদের। তবে শনিবার বনকর্তারা জানিয়েছেন, ওই বাঘটি ভুটান (Bhutan) থেকে এসেছে।

Royal-Bengal-Tiger
বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্দরে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি।

বৃহস্পতিবার ছবিতে ধরা পড়া বাঘের বয়স সাড়ে তিন থেকে চার বছর বলে জানাচ্ছে বনদপ্তর। ২০২১ সালের ১১ ডিসেম্বর দীর্ঘ ২৩ বছর পর বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়েছিল বক্সাতে। আবারও দুই বছরের ব্যবধানে ঠিক ডিসেম্বর মাসেই বক্সাতে ক্যামেরাবন্দি হল ডোরাকাটা। সেবারও পুরুষ বাঘই ছিল ওটা। পরে জানা গিয়েছিল, সেই বাঘ শিলিগুড়ির জঙ্গল সাফারি পর্যন্ত চলে গিয়েছিল। অর্থাৎ কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা রয়‌্যাল বেঙ্গলের পক্ষে তা মামুলি ব্যাপার। এই বাঘটি যে বাংলার বাঘ নয়, সেই বিষয়ে নিশ্চিত বনকর্তারা।

Advertisement

[আরও পড়ুন: অবসর গ্রহণের পরই নতুন দায়িত্বে হরিকৃষ্ণ দ্বিবেদী, আর্থিক উপদেষ্টা পদে নিয়োগ মুখ্যমন্ত্রীর]

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভুটান থেকে এই রয়‌্যাল বেঙ্গল টাইগারটি এসেছে। এবারের ছবিতেই পরিষ্কার যে, ক্যামেরার সামনে চলে আসায় ফ্ল্যাশে বিরক্ত প্রকাশ করে মুখ ঘুরিয়ে নিচ্ছে বাঘটি। বক্সার এক বনকর্তা বলেন, “বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল বাঘেদের থাকার পক্ষে আদর্শ স্থানে পরিণত হয়েছে। হয়তো সঙ্গীনীর খোঁজে পুরুষ বাঘেরা বারবার বক্সাতে চলে আসছে। আবার এও হতে পারে ভুটানে কোনও কারণে বিরক্ত হয়ে এদিকে আসছে বাঘেরা। তবে বক্সাতে বাঘিনী থাকলে হয়তো এই বাঘ পাকাপাকি বক্সাতেই থেকে যেত। বাইরে থেকে বাঘিনী এনে এই বনাঞ্চলে ছাড়া গেলে খুব ভালো হত।”

[আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক রাজ্য সঙ্গীত, বাংলা দিবস পালনেরও বিজ্ঞপ্তি নবান্নের]

কিছুদিন আগেই বক্সা থেকে বনকর্তাদের একটি দল মধ্যপ্রদেশ গিয়ে টাইগার রি-লোকেশন (Relocation) প্রকল্পের খুঁটিনাটি হাতেকলমে দেখে এসেছেন। ফলে বাইরে থেকে বাঘ এনে এখানে ছাড়ার পরিকল্পনা রয়েছে বনদপ্তরের। কিন্তু বক্সায় ক্যামেরাবন্দি হওয়া বাঘ এখন যায় কোথায় সেদিকেও নজর রাখছে বন দপ্তর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “এবার ছবি ক্যামেরাবন্দি হওয়ার পরেই আমরা ওই বাঘকে নজরে রাখছি। আপাতত বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলেই আছে সে। ট্র্যাপ ক্যামেরায় আরও ছবি বন্দি করার চেষ্টা হচ্ছে।’’ এদিকে, নবাগত বাঘ দেখতে বক্সাতে ভিড় বাড়ছে কৌতূহলী পর্যটকদের ভিড় বাড়ছে।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement