Advertisement
Advertisement
Wooden satellite

বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট, চলতি বছরেই পৌঁছবে পৃথিবীর কক্ষে

কিন্তু কেন হঠাৎ কাঠ দিয়ে তৈরি করা হল স্যাটেলাইট?

World's first wooden satellite to be launched from New Zealand | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 15, 2021 8:52 pm
  • Updated:June 15, 2021 8:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ (Wooden satellite)! এও সম্ভব! শুনলেই মনে পড়তে পারে ‘সোনার পাথরবাটি’র কথা। কিন্তু এটা কোনও কল্পবিজ্ঞানের কাহিনি নয়। বাস্তবিকই এমনই এক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি। এটাই হতে চলেছে পৃথিবীর প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ। নাম WISA উডস্যাট।

নিউজিল্যান্ডের (New Zealand) মাহিয়া পেনিনসুলা লঞ্চ কমপ্লেক্স থেকে এটিকে উৎক্ষেপণ করা হবে। একটি ল্যাব ইলেকট্রন রকেট সেটিকে পৃথিবীর কক্ষে পৌঁছে দেবে। কিন্তু কেন হঠাৎ কাঠের স্যাটেলাইট উৎক্ষেপণের এই পরিকল্পনা? আসলে এই মিশনের লক্ষ্যই হল, প্লাইউডের মতো কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে টিকতে পারে কিনা সেটা খতিয়ে দেখা। উত্তাপ, ঠান্ডা, শূন্যতা কিংবা তেজস্ক্রিয়তার মতো প্রতিপক্ষের সঙ্গে লড়তে কাঠের কৃত্রিম উপগ্রহের ক্ষমতা বুঝে নেওয়াই আসল উদ্দেশ্য। তাই কার্যত পরীক্ষামূলক ভাবে ওই উপগ্রহটির উৎক্ষেপণের পরিকল্পনা।

Advertisement

[আরও পড়ুন: নাসার চন্দ্রাভিযানে বড় দায়িত্বে ভারতীয় ইঞ্জিনিয়ার, কোয়াম্বাটুরের কন্যাকে নিয়ে গর্বিত দেশ]

ফিনল্যান্ডে তৈরি হয়েছে এই স্যাটেলাইটের কাঠামো। নিখাদ কাঠের আসবাব তৈরিতে ব্যবহৃত প্লাইউড ব্যবহার করা হয়েছে এটি তৈরি করতে। জানা গিয়েছে, ১০ ঘন সেন্টিমিটার ঘনত্বের এই খুদে স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে ৫০০ থেকে ৬০০ কিমি উপরে অবস্থান করবে।

তবে তৈরি করার সময় প্লাইউডগুলিকে বায়ুশূন্য কক্ষে রেখে শুকনো করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত পাতলা অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ লাগানো হয়েছে। উদ্দেশ্য কাঠ থেকে যাতে খুব অল্প পরিমাণে বাষ্প নির্গত হতে পারে। ফলে অক্সিজেন অণুর সঙ্গে ক্রিয়া বিক্রিয়ার সম্ভাবনা কমবে।

তবে কাঠের শরীর হলেও তাতে একমাত্র ধাতব উপাদান যেটা থাকছে তা হল এর কোনায় অবস্থিত অ্যালুমিনিয়াম রেল। এছাড়া থাকছে একটি সেলফি স্টিক। যার সাহায্যে ছবি তুলে মহাশূন্যে কাঠের উপরে কী প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তা দেখা সম্ভব হবে। দেখা হবে কাঠে ফাটল ধরছে কিনা কিংবা তার রঙের কোনও পরিবর্তন হচ্ছে কিনা।

[আরও পড়ুন: অ্যালোপ্যাথির নামকরণ করেছিলেন হোমিওপ্যাথির জনক হ্যানিম্যান! অবাক করে সেই ইতিহাস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement