Advertisement
Advertisement

ফুটবল শিখিয়ে কাশ্মীরি মহিলাদের স্বপ্ন দেখাচ্ছেন এই তরুণী

অনুশীলন করেন আর সেই সঙ্গে ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেন মেসি ও রোনাল্ডো ভক্ত নাদিয়া৷

19-Year-Old Kashmiri football coach trains kids for free
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 16, 2016 8:20 pm
  • Updated:September 16, 2016 8:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে গুলির শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায়, যেখানে দাঙ্গা-হাঙ্গামায় প্রতিনিয়ত প্রাণ হারানোর আতঙ্ক উঁকি দেয়, সেখানে নিজের স্বপ্নকে আলতো হাতে বড় করে তুলে বাস্তব রূপ দেওয়া প্রায় অসম্ভব৷ আর বিশেষ করে সেই স্বপ্ন যদি কোনও মহিলা দেখে থাকেন, তাহলে তো স্বপ্নপূরণের কোনও প্রশ্নই ওঠে না৷ সমাজের রক্তচক্ষুর হাত থেকে বাঁচিয়ে এমন পরিস্থিতিতেও সেই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন কাশ্মীরি তরুণী নাদিয়া নিঘাত৷

ছোটবেলায় শ্রীনগরের রামগড়ের বাড়ির কাছের মাঠটায় ছেলেদের ফুটবল খেলতে দেখে নাদিয়ারও ইচ্ছে করত, ছুটে গিয়ে তাদের সঙ্গে যোগ দিতে৷ যেমন ভাবনা, তেমন কাজ৷ একদিন সাহস করে মাঠে পৌঁছে গিয়েছিল ১০ বছরের নাদিয়া৷ ছেলেদের থেকে খেলার খুঁটিনাটি জেনে নিত সে৷ তার উৎসাহ ও দক্ষতা দেখে ছেলেরাও সানন্দে তাকে দলের একজন করে নিয়েছিল৷

Advertisement

নাদিয়ার প্রথম কোচ মহম্মদ আবদুল্লাহ তাঁর ছাত্রীর খেলার আগ্রহ দেখে শুরু থেকেই তাঁর পিছনে বেশি সময় দিতেন৷ গুরুর ৪৭ জন শিষ্যের মধ্যে নাদিয়া একাই ছিলেন মেয়ে৷ সেসব দিনের কথা মনে করে নাদিয়া বলছেন, “প্র্যাকটিসের সময় মাঠের ধার থেকে নানা কুমন্তব্য ভেসে আসত৷ সেসব শুনে মন খারাপ হয়ে যেত৷ রাতে ঘুম হত না৷ আর তাই স্বাভাবিকভাবেই আমার খেলাতেও তার প্রভাব পড়ত৷ তবে আমার সতীর্থরা এ সব এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল৷”

Advertisement

catch-news_1474006128

স্বপ্নপূরণের জন্য নিজের সৌন্দর্যকে বিসর্জন দিতেও দু’বার ভাবেননি নাদিয়া৷ ঠিক করে ফেলেছিলেন, সবার সামনে নিজেকে ছেলে হিসেবে তুলে ধরবেন৷ লম্বা সোনালি চুল কেটে ফেলেন৷ ছেলেদের মতো পোশাক পরে প্র্যাকটিসে যেতে শুরু করেন৷ তাঁর নতুন রূপ প্রথমে কিছুতেই মেনে নিতে পারেননি তাঁর মা৷ তবে এখন তিনিই মেয়ের সবচেয়ে বড় ফ্যান৷

একটি জেলা ও দু’টি জাতীয় স্তরের টুর্নামেন্টে খেলেছেন তিনি৷ এবছর ন্যাশনাল গেমসে অংশ নেওয়ার ইচ্ছে রয়েছে৷ তবে তাঁর সবচেয়ে বড় লক্ষ্য কাশ্মীরে একটি মহিলা ফুটবল দল তৈরি করা৷ ১৮ জনের মহিলা দলকে কোচিং করান তিনি৷ সম্প্রতি সেই দলকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনার পরিকল্পনা ছিল৷ কিন্তু কাশ্মীরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত তা স্থগিত রাখা হয়েছে৷

নিজে অনুশীলন করেন আর সেই সঙ্গে ছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেন মেসি ও রোনাল্ডোর ভক্ত নাদিয়া৷ সমাজের তথাকথিত চিন্তাধারাকে সজোরে ধাক্কা দিতে সফল হয়েছেন এই তরুণী৷ নাদিয়ার আশা, তাঁর দেখানো পথেই এগিয়ে যাবে আগামী প্রজন্মের কাশ্মীরিরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ