Advertisement
Advertisement

Breaking News

চেন্নাইয়ের কাছেও আটকে গেল এটিকে

গোল করেও দলকে জেতাতে না পেরে এদিন পোস্তিগার গলায় শোনা গেল আক্ষেপের সুর৷

A point each for Chennaiyin FC & Atletico de Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 20, 2016 9:32 pm
  • Updated:November 20, 2016 9:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্থ ইস্টের পর রবিবার গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়িন এফসি-র কাছেও আটকে গেল অ্যাটলেটিকো ডি কলকাতা৷ ম্যাচের ফল ১-১৷ ৩৯ মিনিটে পোস্তিগার গোলে এটিকে এগিয়ে থাকলেও ৭৭ মিনিটে ডেভিড সুচির গোলে সমতায় ফেরে চেন্নাই৷ গোল করেও দলকে জেতাতে না পেরে এদিন পোস্তিগার গলায় শোনা গেল আক্ষেপের সুর৷ এদিনের ড্র-এর ফলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মলিনার দল। একই পয়েন্ট নিয়ে পুণে চারে ও কেরল থাকল পাঁচে। ছ’নম্বরে থাকা চেন্নাইয়ের পয়েন্ট ১৪।

এটিকে-র গোলকিপার দেবজিৎ যদি এদিন ফের একবার নিজেকে প্রমাণ না করতেন, তাহলে এই ম্যাচের ফলাফল অন্যরকমও হতে পারত৷ এদিন ‘মোমেন্ট অফ দ্য ম্যাচ’ পুরস্কারও পেলেন তিনি৷ দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ের ঘনঘন আক্রমণ রুখে দিলেন দেবজিৎ৷ কিন্তু একা তিনি কী করবেন, দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন ফরোয়ার্ডকে প্রতিহত করার ক্ষমতা দেখাতে ব্যর্থ এটিকে ডিফেন্স৷

Advertisement

ম্যাচের শুরুতে, ১০ মিনিটের মাথাতেই গোল হজম করতে পারত এটিকে৷ প্রথম ১৫ মিনিট দুই দলই আক্রমণাত্মক খেললেও পরে দুই দলই নিজেদের খানিকটা গুটিয়ে নেয়৷ ৩৯ মিনিটে বক্সের ভিতরে হেড করে চেন্নাইয়িনের জালে বল জড়িয়ে দেন পোস্তিগা৷ প্রথমার্ধে ম্যাচের ফল কলকাতা ১- চেন্নাই ০৷

দ্বিতীয়ার্ধে যেন আক্রমণের ঝড় তোলে চেন্নাইয়িন ফরোয়ার্ড লাইন৷ ৫০ মিনিটে উডুর বাড়ানো বলে সুচি পা ঠেকাতে পারলে আরও আগেই গোল হজম করতে হত এটিকে-কে৷ এবারও রক্ষাকর্তা সেই দেবজিৎ৷ কিন্তু হাল ছাড়েনি চেন্নাই৷ তারই ফল মিলল ৭৬ মিনিটে৷ ডেভিড সুচির হেড ঢুকে যায় এটিকে-র গোলে৷ এদিনের ম্যাচ থেকে দুই দলকেই ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ