Advertisement
Advertisement

Breaking News

রায়নার হাঁকানো ছক্কায় গুরুতর জখম শিশু

যদিও শুশ্রুষার পরে ছেলেটি ফের খেলা দেখতে প্যাভিলিয়নে ফিরে আসে।

a six year old boy hit by suresh raina's six
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2017 10:59 am
  • Updated:February 2, 2017 10:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন পরে বুধবার পুরনো সুরেশ রায়নার ঝলক দেখেছিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। মাত্র ৪৭ বলে ৬৩ রান করেন বাঁ-হাতি ব্যাটসম্যানটি। যার মধ্যে পাঁচটি ছয়ও ছিল। কিন্তু রায়নার ওই ছয়গুলির একটিতেই ঘায়েল হয়ে যায় খেলা দেখতে আসা ছ’বছরের এক শিশু। আহত অবস্থায় সতীশ নামের শিশুটিকে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও শুশ্রুষার পরে ছেলেটি ফের খেলা দেখতে প্যাভিলিয়নে ফিরে আসে।

চিকিৎসক ডঃ ম্যাথিউ চান্দে বলেন, ‘রায়নার মারা বলটি সতীশের বাঁ-পায়ের ঊরুতে এসে লাগে। তারপরেই আহত অবস্থায় তাকে স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে সতীশের খুব বেশি ব্যাথা লাগেনি। প্রাথমিক চিকিৎসার দশ মিনিট পর ফের খেলা দেখার অনুরোধ করলে আমরা সতীশকে ছেড়ে দিই।’

Advertisement

hit

Advertisement

তবে ডঃ ম্যাথিউয়ের মতে, সতীশের বয়স অল্প হওয়ায় বলটি যদি তার ঘাড়ে বা মাথায় লাগত, তাহলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থাকত। এর আগে ২০১২ সালের এপ্রিল মাসে চিন্নাস্বামীতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুণে ওয়ারিয়র্সের ম্যাচ চলাকালীন একইভাবে আহত হয়েছিল ১০ বছর বয়সি এক শিশুকন্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ