Advertisement
Advertisement

Breaking News

Afghanistan

ভেজা মাঠ, চূড়ান্ত অব্যবস্থা! ‘ঘরের মাঠ’ ভারতে খেলতে এসে ক্ষুব্ধ আফগানিস্তান

'ভারতে আর খেলব না', তোপ আফগান ক্রিকেট কর্তাদের।

Afghanistan unhappy with facilities in India ground
Published by: Anwesha Adhikary
  • Posted:September 10, 2024 1:19 pm
  • Updated:September 10, 2024 1:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠ বলতে ভারতের স্টেডিয়ামগুলোকেই ব্যবহার করে আফগানিস্তান। কিন্তু এবার ভারতের মাঠ নিয়েই চরম অসন্তুষ্ট আফগান বোর্ড। সোমবার নয়ডার মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের টেস্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাঠ ভিজে থাকায় প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ দুই দলই। আফগান বোর্ড সূত্রে খবর, আগামী দিনে ভারতে আর খেলতে আসবে না তারা।

জানা গিয়েছে, নয়ডার বিজয় সিং পাঠক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে দুই দলের টেস্ট খেলার কথা ছিল। রবিবার বৃষ্টির জেরে মাঠ ভিজে যায়। কিন্তু সোমবার সারাদিন বৃষ্টি না হলেও মাঠ শুকানো যায়নি। কারণ মাঠ শুকানোর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই সেখানে। মাঠ কর্মীরাও দিশেহারা হয়ে পড়েন। অবশেষে সোমবার দুপুর একটার সময়ে সুপার সপার আনা হয়। তাতেও বিশেষ লাভ হয়নি। বারছয়েক মাঠ পরিদর্শনের পরে সোমবারের খেলা বাতিল করে দেন আম্পায়াররা।

Advertisement

[আরও পড়ুন: রিঙ্কুর কাছে পর পর পাঁচ ছক্কা, ছেলে জাতীয় দলে সুযোগ পেতেই চোখে জল যশ দয়ালের বাবার

মঙ্গলবার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে থেকে খেলা শুরু হবে বলে আম্পায়াররা জানিয়েছিলেন। কিন্তু মাঠ ভেজা থাকায় দ্বিতীয় দিনেও পিছিয়ে গিয়েছে ম্যাচ। জানা গিয়েছে, হোটেল থেকে মাঠেও আসেননি দুই দলের ক্রিকেটাররা। গোটা ব্যবস্থায় চূড়ান্ত ক্ষুব্ধ আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কোচ-ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তা সকলেই তোপ দেগেছেন মাঠের পরিকাঠামো ঘিরে। কেবল ভেজা মাঠ নয়, পানীয় জলের ঘাটতি এবং বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ারও অভিযোগ মিলেছে। খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীরাও ভোগান্তির শিকার হয়েছেন।

এহেন পরিস্থিতিতে আফগানিস্তানের এক ক্রিকেট কর্তা সাফ জানিয়েছেন, “চূড়ান্ত অব্যবস্থা। আমাদের ক্রিকেটাররাও সমস্যায় পড়ছেন। আর কোনওদিন ভারতে হোম ম্যাচ খেলতে আসব না।” উল্লেখ্য, নয়ডার এই মাঠে ২০১৬ সালে দলীপ ট্রফির ম্যাচ খেলা হয়েছিল। তার পরের বছরই এই মাঠকে নিষিদ্ধ করে বিসিসিআই। তবে এই মাঠ পরিচালনায় ভারতীয় বোর্ডের কোনও ভূমিকা নেই।  যেহেতু নিউজিল্যান্ড-আফগানিস্তানের একমাত্র টেস্টটি WTC-র অন্তর্ভুক্ত নয়, সেই জন্যই নয়ডার এই মাঠে আয়োজন করা হয়েছে ম্যাচটি। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে এই ম্যাচটিকে প্রস্তুতি হিসাবে দেখছিল নিউজিল্যান্ড শিবির। সেই প্রস্তুতি ভেস্তে যাওয়ায় অসন্তুষ্ট কিউয়িরাও।

[আরও পড়ুন: বাংলাদেশ সিরিজ নিয়ে বাড়ছে উত্তাপ, চেন্নাই টেস্টে অগ্রাধিকার পেতে পারেন রাহুল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement