Advertisement
Advertisement

ওয়ানডে-তে কোহলির রেকর্ড ভাঙলেন আমলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে ১১০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি৷ আর সেই সঙ্গে একদিনের ম্যাচে ২৩ টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার৷ কোহলির থেকে কম ইনিংস খেলেই ২৩ টি শতরান ঝুলিতে ভরলেন৷

Amla becomes fastest to score 23 ODI tons, breaks Kohli's record
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 17, 2016 7:30 pm
  • Updated:June 17, 2016 7:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রান মেশিন বিরাট কোহলির রেকর্ড ভাঙতে বেশ ভালবাসেন হাসিম আমলা৷ ফের তা প্রমাণ করে দিলেন প্রোটিয়া ব্যাটসম্যান৷ বুধবার ত্রিদেশীয় সিরিজের ম্যাচে কোহলির রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন আমলা৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৯ বলে ১১০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি৷ আর সেই সঙ্গে একদিনের ম্যাচে ২৩ টি সেঞ্চুরির মালিক হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার৷ কোহলির থেকে কম ইনিংস খেলেই ২৩ টি শতরান ঝুলিতে ভরলেন৷ ১৫৭ টি ইনিংস খেলে দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৩ টি সেঞ্চুরি করেছিলেন ভারতীয় টেস্ট ক্যাপ্টেন৷ ১৩২ টি ইনিংস খেলেই সেই মাইলস্টোনে পৌঁছে গেলেন আমলা৷ তাছাড়া ১৪ টি ইনিংস খেলেই এক হাজার রান ছুঁয়ে ফেলেছেন তিনি৷ এর আগে ১৫ টি ইনিংস খেলে দ্রুততম এক হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস৷ তাঁর শতরানে ভর করে তৈরি হয় ৩৪৩ রানের পাহাড়৷ যা কোনওভাবেই টপকাতে পারেননি ক্যারিবিয়ানরা৷
আমলার পাশাপাশি বল হাতে নয়া রেকর্ড গড়লেন প্রোটিয়া পেসার ইমরান তাহির৷ ৯ ওভারে ৪৫ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন তিনি৷ প্রোটিয়া বোলার হিসেবে ওয়ানডে-তে দ্রুততম ১০০ টি উইকেট পকেটে পুরলেন তাহির৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ