ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিতৃদিবস উপলক্ষে প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন নিজের বাবাকে। আমজনতা থেকে তারকা- শুভেচ্ছা জানানোর তালিকায় বাদ পড়েননি কেউই। তবে নেটদুনিয়ার নজর কেড়েছে অভিনেত্রী অনুষ্কা শর্মার পোস্ট। পিতৃদিবসে নিজের বাবাকে নয়, স্বামী বিরাট কোহলিকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানিয়েছেন বলি অভিনেত্রী।
বিরুষ্কার সংসার আলো করে রয়েছে দুই ফুটফুটে সন্তান। ২০২১ সালে জন্ম নেয় তাঁদের কন্যা ভামিকা। চলতি বছরে তাঁদের সংসারে আসে পুত্র অকায়। তবে দুই সন্তানকে একেবারেই প্রচারের আলোয় আনতে চান না তারকা দম্পতি। যদিও মাঝে মাঝেই তাঁদের সোশাল মিডিয়ায় ঝলক মেলে দুই খুদের। তাদের মুখ দেখা না গেলেও বিরুষ্কার সন্তানদের কাণ্ডকারখানা দেখতে পান তারকা দম্পতির ভক্তরা।
তবে রবিবার পিতৃদিবসে সম্ভবত সন্তানদের কাছে থাকতে পারেননি কিং কোহলি (Virat Kohli)। টি-২০ বিশ্বকাপ খেলতে আমেরিকায় ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু পিতৃদিবসে বিরাটের জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিরাট এবং ভামিকার পায়ের ছবি। সেই সঙ্গে কচি হাতে লেখা, হ্যাপি ফাদার্স ডে। ছবি দেখে নেটিজেনদের অনুমান, হয়তো ভামিকা লিখেছে এই কথা।
View this post on Instagram
এই মিষ্টি ছবি পোস্ট করে অনুষ্কা (Anushka Sharma) ক্যাপশনে লেখেন, “একটাই মানুষ এত কিছুতে ভালো কী করে হতে পারে? আমরা তো বুঝতেই পারি না। বিরাট তোমাকে খুব ভালোবাসি।” এই পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে ১৬ লক্ষেরও বেশি মানুষ পোস্টে লাইক করেছেন। পিতৃদিবসে এমন মিষ্টি শুভেচ্ছা পেয়ে অবশ্য বিরাট কোনও উত্তর দেননি ইনস্টাগ্রামে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.