Advertisement
Advertisement

Breaking News

বিশ্বের সেরা দুই বোলারের আসন দখল অশ্বিন ও জাদেজার

তাঁদের সাফল্যকে কুর্নিশ৷

Ashwin and Jadeja grab top 2 spots in ICC Test bowlers’ rankings
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 21, 2016 7:08 pm
  • Updated:December 21, 2016 7:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, মিচেল স্টার্করা সবাই পিছনে পড়ে থাকলেন৷ বিশ্বের সেরা দুই বোলারের আসন দখল করলেন ভারতীয় দুই স্পিনার৷ রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা৷

ইংল্যান্ডকে ৪-০-য় ব্রাউনওয়াশ করেছে বিরাটবাহিনী৷ চেন্নাইয়ে পঞ্চম তথা শেষ টেস্টে ১০টি উইকেট তুলে নিয়ে দলকে মধুর জয় এনে দেওয়ার অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিলেন জাদেজা৷ আর সেই সৌজন্যেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ের দু’নম্বরে উঠে এলেন ভারতীয় স্পিনার৷ পাঁচ টেস্টের সিরিজে ২৬টি উইকেট ঝুলিতে ভরেন তিনি৷ এদিকে সিরিজে ২৮টি উইকেট নিয়ে টেস্টে শীর্ষস্থান ধরে রাখলেন অশ্বিন৷ এর আগে এমন বিরল ঘটনা একবারই ঘটেছিল৷ ১৯৭৪ সালে টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছিলেন দুই ভারতীয় বিষেন সিং বেদি এবং ভগবত চন্দ্রশেখর৷

Advertisement

ইংল্যান্ড ফিরল খালি হাতে৷ আর টিম ইন্ডিয়াকে দিয়ে গেল অনেক কিছু৷ ব্যাটসম্যানদের তালিকাতেও ভারতীয়দের উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে৷ শেষ টেস্টে ১৯৯ রানের দুরন্ত ইনিংস খেলে ব়্যাঙ্কিংয়ে ২৯ ধাপ উঠলেন লোকেশ রাহুল৷ আপাতত তিনি টেস্ট কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে দাঁড়িয়ে (৫১)৷ এদিকে শেহবাগের দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩০০ রানের ক্লাবে প্রবেশ করা করুণ নায়ারও চমকে দিয়েছেন দেশবাসীকে৷ ১২২ ধাপ উঠে ৫৫ নম্বরে রয়েছেন তিনি৷ ইংল্যান্ডকে ব্রাউনওয়াশ করার দৌলতে এক নম্বর টেস্ট দল হিসেবে বছর শেষ করল টিম ইন্ডিয়া৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ