Advertisement
Advertisement

Breaking News

অশ্বিনের সঙ্গে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষে জাদেজাও, নামলেন কোহলি

অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান খোয়ালেন অশ্বিন।

Ashwin, Jadeja on top of ICC test ranking chart, while Virat takes a dive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2017 10:23 am
  • Updated:March 8, 2017 11:30 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু টেস্টে অজিবাহিনীকে নাস্তানাবুদ করার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে ঝুলিতে ভরেছিলেন সাতটি উইকেট। আর সেই দৌলতেই আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ভারতীয় স্পিনার। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে উঠে এলেন তিনি। কেরিয়ারে প্রথমবার ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পেয়ে উচ্ছ্বসিত জাদেজা। তবে ভারতীয় বোলারের উত্থানের দিন ব়্যাঙ্কিংয়ে অবনতি ঘটল নেতা বিরাট কোহলির।

(ফের সোশ্যাল মিডিয়ায় অনুষ্কাকে প্রেম নিবেদন বিরাটের)

সদ্য প্রকাশিত আইসিসি-র টেস্ট ব়্যাঙ্কিংয়ে ব্যাটম্যানদের তালিকায় তিন নম্বরে নেমে গেলেন কোহলি। দ্বিতীয় টেস্ট তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ২৭ রান। সেই কারণেই একধাপ পিছিয়ে পড়লেন। তবে দুরন্ত পারফর্ম করে শীর্ষস্থান ধরে রাখতে সফল অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এদিকে, চাপের মুখে দ্বিতীয় ইনিংসে ৯২ রানের ইনিংস খেলার পর ব়্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উঠে ছ’নম্বরে পৌঁছলেন চেতেশ্বর পূজারা। দু’ধাপ এগিয়ে ১৫ নম্বরে অজিঙ্ক রাহানে। আবার দুই ইনিংসেই অর্ধ-শতরান করায় ২৩ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এলেন লোকেশ রাহুল।

Advertisement

(ডিআরএস নিয়মভঙ্গের জন্য স্মিথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, দাবি সৌরভের)

বোলারদের ব়্যাঙ্কিংয়ে এর আগে ২০০৮ সালে ডেল স্টেইন এবং মুথাইয়া মুরলীথরণ শেষবার যুগ্মভাবে শীর্ষস্থান পেয়েছিলেন। সেই কৃতিত্ব এবার ঝুলিতে ভরলেন অশ্বিন-জাদেজা। এদিকে, ভারতীয় ব্যাটসম্যানদের রাতের ঘুম কেড়ে নেওয়া অজি স্পিনার নাথান লিয়ন তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে রয়েছেন ১৬ নম্বরে। বোলারদের তালিকায় এক নম্বরে থাকলেও অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান খোয়ালেন অশ্বিন। তাঁকে পিছনে ফেলে দিলেন বাংলাদেশের শাকিব-আল-হাসান।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ