Advertisement
Advertisement
Asian Games 2023

Asian Games 2023: এশিয়াডে ভারতের সাফল্যের জোয়ার, সাত্ত্বিক-চিরাগের হাত ধরে ব্যাডমিন্টনে এল সোনা

ব্যাডমিন্টন থেকে প্রথমবার সোনা এল ভারতের ঝুলিতে। 

Asian Games 2023: Satwik-Chirag wins country’s maiden gold medal in badminton । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 7, 2023 2:02 pm
  • Updated:October 7, 2023 2:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকে চলছে ভারতের সোনার দৌড়। হ্যাংঝৌয়ে সেই পরম্পরা অব্যাহত ব্যাডমিন্টনেও। ব্যাডমিন্টনের কোর্ট থেকে এবার সোনা জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। এশিয়ান গেমসে ইতিহাস গড়লেন ভারতের সাত্ত্বিক-চিরাগ। এশিয়াড ব্যাডমিন্টন থেকে প্রথমবার সোনা এল ভারতের ঝুলিতে। 

ফাইনালে ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি হারালেন দক্ষিণ কোরিয়ার চোই সোলজিউ এবং কিম ওনহোকে। প্রথম গেম সাত্ত্বিক-চিরাগ জিতে নেন ২১-১৮-য়।

Advertisement

কিন্তু একসময়ে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। ১৫-১৮ থেকে ভারতীয় জুটি প্রথম গেম জিতে নেয়। দ্বিতীয় গেমে অবশ্য ভারতের প্রাধান্য ছিল। কোনও সময়তেই পিছিয়ে পড়েনি ভারত। প্রাধান্য বজায় রেখেই দ্বিতীয় গেম ভারত জেতে ২১-১৬-য়।  

Advertisement

[আরও পড়ুন: ইউক্রেনকে হাতিয়ার দিতে চাইছে না আমেরিকা! ক্রমে পালটাচ্ছে মত]

সাত্ত্বিক-চিরাগ জুটি যখন কোর্টে নামেন, তখন অন্যত্র চলছে ভারত-ইরানের কবাডি ম্যাচ। ব্যাডমিন্টন ফাইনাল হয়তো শেষ হতো কবাডির পরে। কিন্তু রক্তের গতি বাড়িয়ে দেওয়া কবাডি ম্যাচ ঝামেলার জন্য স্থগিত হয়ে যায় বেশ কিছুক্ষণ। অন্যদিকে সাত্ত্বিক-চিরাগ জুটি ঝড়ের বেগে জিতে নেন ব্যাডমিন্টন সোনা। 

সাত্ত্বিক-চিরাগ জুটি সোনা জেতায় ভারতের পদক সংখ্যা ১০০ থেকে বেড়ে হল ১০১। বাড়ল সোনার সংখ্যাও। ২৬টি সোনা এখন ভারতের ঝুলিতে।  দিন যত গড়াবে, পদকের সংখ্যাও বাড়বে ভারতের। 

[আরও পড়ুন: কামদুনিতে CID, হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ