BREAKING NEWS

১৬ আশ্বিন  ১৪৩০  বুধবার ৪ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

অস্ট্রেলিয়ান সুপার সিরিজ জয় কিদাম্বি শ্রীকান্তের

Published by: Sangbad Pratidin Digital |    Posted: June 25, 2017 6:58 am|    Updated: June 25, 2017 7:10 am

Australian Open: Kidambi Srikanth beats Chen Long, clinches title

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্দোনেশিয়া ওপেনের পর অস্ট্রেলিয়ান সুপার সিরিজেও অপ্রতিরোধ্য কিদাম্বি শ্রীকান্ত। এক সপ্তাহের মধ্যে দুটি সুপার সিরিজ জিতলেন ভারতীয় শাটলার। ফাইনালে সিডনিতে কার্যত উড়িয়ে দিলেন অলিম্পিক চ্যাম্পিয়ন চিনের চেন লংকে। ম্যাচের ফল শ্রীকান্তের পক্ষে ২২-২০, ২১-১৬।

[ধোনির এই অনন্য কীর্তির কথা জানেন কি?]

ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে সোনার দিন। অস্ট্রেলিয়ান সুপার সিরিজ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। টানা তিনটি সুপার সিরিজের ফাইনালে উঠে নজির গড়েছিলেন। এর মধ্যে সিঙ্গাপুর ওপেনে রানার্স। ইন্দোনেশিয়া ওপেনে হয়েছিলেন চ্যাম্পিয়ন। ধারাবাহিকতা রেখে অস্ট্রেলিয়াতেও জীবনের সেরা ফর্মে শ্রীকান্ত। ফাইনালে তাঁর বিপক্ষ চিনের চেন লং ধারে-ভারে শ্রীকান্তের থেকে অনেকটা এগিয়েছিলেন। এবছরের অলিম্পিক চ্যাম্পিয়ন চেন। শ্রীকান্তের সঙ্গে মুখোমুখি সাক্ষাতেও চেন ৫-০ এগিয়ে ছিলেন। তবে এই সব পরিসংখ্যান সিডনির কোর্টে কাজে এল না। ইন্দোনেশিয়া ওপেন জিতে শ্রীকান্ত বলেছিলেন ধারাবাহিকতা ধরে রাখতে চান। প্রথম গেমের শুরু থেকে বুঝিয়ে দেন চেন অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারেন, তারও কিছু বোঝানোর আছে। প্রথম গেমে ভাল লড়াই দেন চেন। কোনওরকমে ২২-২০ তে প্রথম গেম জিতে নেন শ্রীকান্ত। দ্বিতীয় গেমে নিখুঁত ছিলেন ভারতীয় শাটলার। শ্রীকান্তের স্ম্যাশ, নেট প্লের উত্তর দিতে পারেননি অলিম্পিক চ্যাম্পিয়ন। নিট ফল প্রথমবার শ্রীকান্তের কাছে হারলেন চেন।

[ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু মিতালি রাজদের]

অস্ট্রেলিয়ায় চ্যাম্পিয়ন হয়ে কেরিয়ারের চার নম্বর সুপার সিরিজ জিতলেন শ্রীকান্ত।  ১৭ জুন শ্রীকান্ত ইন্দোনেশিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত দু’সপ্তাহে ১০টি কঠিন ম্যাচ। তারপরও চূড়ান্ত ধারাবাহিকতা। এই সাফল্যের জন্য কোচ গোপীচাঁদের কথা বলছেন শ্রীকান্ত। দুটি টুর্নামেন্ট মিলিয়ে শ্রীকান্ত দু’বার হারালেন বিশ্বের এক নম্বর দক্ষিণ কোরিয়ার সোন ওয়ানকে। গত বছর এই অস্ট্রেলিয়ান সুপার সিরিজের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রীকান্ত। এক বছর পর তিনিই কোর্টের রাজা। টানা দু’টি সুপার সিরিজ জেতার ফলে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আসছেন শ্রীকান্ত। এবছর এ পর্যন্ত ৬টি সুপার সিরিজের চারটি জিতলেন ভারতীয় শাটলাররা। শ্রীকান্তের এই জয়ে দেশ জুড়ে অভিনন্দনের জোয়ার। দেশের ক্রীড়ামন্ত্রী থেকে বিভিন্ন জগতের দিকপাল গুন্টুরের শাটলারকে শুভেচ্ছা জানিয়েছেন। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফে শ্রীকান্তকে ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে