Advertisement
Advertisement
Bajrang Punia Padma Shri

সাক্ষীর পর এবার প্রতিবাদী বজরং, ব্রিজভূষণ ঘনিষ্ঠ নির্বাচন জিততেই ফেরালেন পদ্মশ্রী

ভারতীয় কুস্তিতে অন্ধকার যুগ চলছে!

Bajrang Punia to return Padma Shri award in protest over WFI chief election। Sangbad Pratidin

প্রতিবাদে মুখর বজরং। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 22, 2023 5:17 pm
  • Updated:December 22, 2023 8:08 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে দিন-রাত এক করে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে লাভ হল না। শেষ পর্যন্ত ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিজনেস পার্টনার সঞ্জয় সিং সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রধান পদে বসতেই ক্ষোভ প্রকাশ করে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সাক্ষী মালিক (Sakkhi Malik)। আর এবার আরও বড় পদক্ষেপ নিলেন বজরং পুনিয়া (Bajrang Punia)। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে তিনি পদ্মশ্রী (Padma Shri Award) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের X হ্যান্ডেলে বজরং সেটা জানিয়ে দিয়েছেন এই তারকা কুস্তিগির। 

ক্ষোভে ফুঁসতে থাকা বজরং নিজের X হ্যান্ডেলে লিখেছেন, ‘আমরা সত্যের জন্য লড়াই করছিলাম। মহিলাদের সম্মানের জন্য লড়াই করছিলাম। আমরা সক্রিয় অ্যাথলিট। দেশের জন্য পদক জয়ই আমাদের কাছে প্রাধান্য পায়। আমি মনে করি না মেয়েরা সুবিচার পাবে কারণ সিস্টেমই সেরকম নয়। মহিলাদের ভেঙে ফেলার চেষ্টা করা হয়। বিচারব্যবস্থায় আমাদের এখনও আস্থা রয়েছে। তবে সরকার কথা রাখেনি। তাই পদ্মশ্রী পুরস্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফেরত দিলাম।’

Advertisement

[আরও পড়ুন: কেশব মজারাজ মাঠে নামতেই, গ্যালারিতে বেজে উঠল ‘রাম সিয়া রাম’! কী বললেন কেএল রাহুল?]

 

Advertisement

২০১৯ সালে বজরং পদ্মশ্রী পান। তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি পদ্মশ্রী নেন। তাঁর সঙ্গে পদ্মশ্রী পান অচন্ত শরৎ কমল, কবাডি খেলোয়াড় অজয় ঠাকুর ও দাবাড়ু দ্রোণাবল্লী হারিকা। বজরং ২০১৮ সালে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তিনি সেই বছরই ৬৫ কেজি বিভাগে বিশ্ব তালিকায় শীর্ষে ওঠেন তিনি। তাঁর এই সাফল্যের জন্য তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়। তবে এবার সেই পদ্ম সম্মান ফিরিয়ে দিলেন তিনি।

 

ব্রিজভূষণের অপসারণের দাবি জানিয়ে সবথেকে বেশি সরব ছিলেন যেই কুস্তিগিররা তাঁদের মধ্যে প্রথম সারিতে ছিলেন বজরং। যন্তরমন্তরে ধরনা দেওয়া হোক বা নতুন পার্লামেন্ট ভবন অভিযান হোক সবকিছুতেই আগে ছিলেন তিনি। তাঁকে পুলিশ আটক করেছিল। তিনিও বাকিদের মতো হরিদ্বারের গঙ্গায় পদক বিসর্জনের হুঁশিয়ারি দিয়েছিলেন। সেবার তাঁদের কথা শোনায় তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এবার আর পিছু হঠলেন না। কুস্তি ফেডারেশনের মাথায় ব্রিজভূষণ ঘনিষ্ঠের বসার প্রতিবাদে তিনি ছেড়ে দিলেন পদ্মশ্রী। আগেই কুস্তিকে বিদায় জানিয়েছিলেন সাক্ষী মালিক।

[আরও পড়ুন: ৮ বছর ৪ মাসের অপেক্ষার পর সেঞ্চুরি! কঠিন সময় নিয়ে মুখ খুললেন লড়াকু সঞ্জু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ