Advertisement
Advertisement

বিসিসিআই থেকে ছেঁটে ফেলা হল অনুরাগ ঘনিষ্ঠদের

রবিবারই পদত্যাগপত্র জমা দেন তিনি বলে খবর৷

BCCI axed employees apointed by Anurag Thakur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 10:54 am
  • Updated:August 12, 2021 5:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে ততই যেন চোরা বালিতে তলিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্যরা৷ লোধা কমিটির সুপারিশ না মানায় আগেই সভাপতি এবং সচিব পদ থেকে অনুরাগ ঠাকুর, অজয় শিরকেকে বহিষ্কৃত করেছিল সুপ্রিম কোর্ট৷ এবার কোপ পড়ল তাঁদের ঘনিষ্ঠদের উপর৷

(এবার কোম্পানির থেকে উপহার নিলেই দিতে হবে কর!)

বহিষ্কৃত প্রেসিডেন্ট এবং সচিব যে সমস্ত কর্মীদের নিয়োগ করেছিলেন, সোমবার তাঁদেরও ছেঁটে ফেলল বোর্ডের প্রশাসনিক কমিটি৷ যা খবর, তাতে সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্রশাসনিক কমিটি (সিওএ) তৈরি হয়েছে, তার সদস্যরা পয়লা ফ্রেব্রুয়ারি বৈঠকে বসেছিলেন৷ সেখানেই নাকি ঠিক হয়, অনুরাগ-শিরকের অফিসের সঙ্গে যুক্ত যে সব কর্মী বিসিসিআইয়ে রয়েছেন, তাঁদের সরিয়ে দেওয়া হবে৷ বৈঠকে ঠিক হয়, তাঁদের পরিবর্তে আপাতত নতুন কাউকে নিয়োগ করা হবে না৷ আইপিএলের জন্য নতুন ব্যক্তিকে নেওয়া হবে৷ তবে তা চার মাসের জন্য৷

Advertisement

(ফের বাইশ গজে প্রাণ হারাল ক্রিকেটার)

হায়দরাবাদে বৃহস্পতিবার থেকে ভারত-বাংলাদেশে টেস্ট শুরু৷ বিরাটরা সোমবারই শহরে চলে এসেছেন৷ তারই মধ্যে পদত্যাগ করলেন দলের মিডিয়া ম্যানেজার নিশান্ত অরোরা৷ রবিবারই তিনি পদত্যাগপত্র জমা দেন বলে খবর৷ অনুরাগ ঠাকুরের কাছে দলের সব খবর ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছিল মিডিয়া ম্যানেজারের বিরু‌দ্ধে৷ ড্রেসিং রুমের কথাবার্তা ফাঁস হচ্ছে অর্থাৎ নিশান্ত এখানে অনুরাগের হয়ে চরবৃত্তি করছেন, এমনই অভিযোগ জানিয়েছিলেন ক্রিকেটাররা৷ ইংল্যান্ড সিরিজ চলাকালীনও নাকি কোচ কুম্বলের সঙ্গে ক্রিকেটারদের দূরত্ব তৈরি করতে চেয়েছিলেন৷ ক্রিকেটাররা একজোট থাকায় সেটা হয়নি৷ নিশান্ত যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন৷

Advertisement

(জানেন, বড়পর্দায় যুবরাজের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেন কে?)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ