Advertisement
Advertisement

Breaking News

লোধা নিয়ে আগের অবস্থানেই অনড় বিসিসিআই

তবে এরমধ্যেই আবার লোধা সুপারিশ নিয়ে বিসিসিআইয়ের ঐক্যে মৃদু ভাঙনও শুরু হয়েছে৷

BCCI sticks to previous decision on Lodha issue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 16, 2016 7:03 pm
  • Updated:October 16, 2016 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোধা কমিটির সুপারিশ নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে ফের শুনানি৷ অনেকের ধারণা, বিসিসিআইয়ের সামনে এটাই শেষ সুযোগ৷ তার আগে, শনিবার সন্ধ্যায় দিল্লিতে বিশেষ সাধারণ সভায় মিলিত হয়েছিলেন সদস্যরা৷ কিন্তু যা খবর, লোধা কমিটির সমস্ত সুপারিশ মেনে নিতে রাজি নন তাঁরা৷ ফলে পরিস্থিতি এখনও আগের মতোই৷

শনিবার সন্ধ্যার বৈঠক শেষে বোর্ডের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, লোধা কমিটির কয়েকটি সুপারিশ বাস্তবে কার্যকর করা কার্যত অসম্ভব৷ তাই তাঁদের আইনজীবী কপিল সিব্বল সোমবার আদালতে বিসিসিআইয়ের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবেন৷ এদিনের বৈঠকে বোর্ডের পূর্ণ সদস্যদেরই শুধু অংশগ্রহণের অধিকার ছিল৷ সেখানে ঠিক হয়েছে, এক রাজ্য এক ভোট, এক ব্যক্তি এক পদ ও কুলিং অফ পিরিয়ড নিয়ে বিসিসিআইয়ের আপত্তির কথা তাদের আইনজীবী আদালতকে জানাবেন৷ তবে এরমধ্যেই আবার লোধা সুপারিশ নিয়ে বিসিসিআইয়ের ঐক্যে মৃদু ভাঙনও শুরু হয়েছে৷

Advertisement

ত্রিপুরা ও বিদর্ভ আগেই জানিয়েছিল যে তারা এই সুপারিশ যথাযথভাবে কার্যকর করবে৷ এবার তাতে যোগ দিয়েছে রাজস্থানও৷ এমনকি হায়দরাবাদও এই দলে যুক্ত হতে পারে বলে শোনা যাচ্ছে৷

Advertisement

এদিনের বৈঠকে অনুরাগ ঠাকুরের হলফনামা নিয়েও আলোচনা হয়েছে৷ শীর্ষ আদালত বিসিসিআই সভাপতির কাছে জানতে চেয়েছে, তিনি লোধার সুপারিশ নিয়ে আইসিসির হস্তক্ষেপ চেয়েছিলেন কি না৷ বিসিসিআইয়ের এক কর্তার কথায়, সোমবার সভাপতির হলফনামা আদালতে জমা পড়বে৷ আইসিসির চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসনের সাম্প্রতিক কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই হলফনামার প্রসঙ্গ এসেছে৷ তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে, অনুরাগ কোনও নতুন কিছু করেননি৷ তিনি পূর্বতন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরকেই অনুসরণ করেছিলেন৷

সোমবারই শেষবারের মতো শীর্ষ আদালত বিসিসিআইয়ের বক্তব্য শুনবে৷

তারপর আদালত কি রায় দেয়, তা নিয়ে কৌতুহল ক্রিকেট মহলে৷ এদিকে, এদিন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাসিত সহ-সভাপতি মেহমুদ আবদি বৈঠকে যোগ দিতে এসেছিলেন৷ তিনি অবশ্য শুধু বিসিসিআই সচিব অজয় শিরকের সঙ্গেই দেখা করতে পেরেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ