Advertisement
Advertisement

Breaking News

‘মিনি আইপিএল’ আপাতত স্থগিত

চলতি বছর সেপ্টেম্বরে 'মিনি আইপিএল' বা 'আইপিএল ওভারসিজ' টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল৷

BCCI to hold off on mini IPL plans: Anurag Thakur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 1, 2016 4:57 pm
  • Updated:August 12, 2021 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বছরে একটা নয়, দুটি আইপিএল আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু তেমনটা আপাতত হচ্ছে না৷ কারণ এখনই বাস্তবে পরিণত হচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত ‘মিনি আইপিএল’৷

চলতি বছর সেপ্টেম্বরে ‘মিনি আইপিএল’ বা ‘আইপিএল ওভারসিজ’ টুর্নামেন্টের আয়োজন করা হবে বলে জানানো হয়েছিল৷ মিনি আইপিএল হল আইপিএল-এরই ছোট ফর্ম্যাট৷ যেখানে ম্যাচের সংখ্যা আরও কম থাকবে৷ গত জুনেই আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছিল বোর্ডের৷ মার্কিন মুলুকে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার উদ্দেশ্যেই টুর্নামেন্টের আয়োজন করার চিন্তাভাবনা করা হয়েছিল৷ তবে বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলছেন, আমেরিকায় ম্যাচ আয়োজনে কিছু সমস্যা রয়েছে৷ যার মধ্যে প্রধান সমস্যা হল খেলার সময়৷ ভারতীয় দর্শকরা সাধারণত বিকেল ৪টে বা সন্ধে ৭টা থেকে আইপিএল-এর ম্যাচগুলি দেখতে অভ্যস্ত৷ ভারতীয় দর্শকরা যাতে মিনি আইপিএল-ও একই সময়ে উপভোগ করতে পারেন, সেভাবেই ম্যাচ ফেলার কথা ভাবছিল বোর্ড৷ হাজার হোক৷ আইপিএল উৎসব থেকে তো আর ভারতীয় দর্শকদের বঞ্চিত করা যায় না৷

Advertisement

অনুরাগ ঠাকুর বলছেন, সেক্ষেত্রে আমেরিকার এমন একটা জায়গায় ম্যাচের আয়োজন করতে হবে, যেখানে দিনেই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলগুলি৷ আর সন্ধেতে টিভি-র পর্দায় চোখ রেখে তা লাইভ দেখতে পাবেন ভারতীয় দর্শকরা৷ তাহলে কোথায় ম্যাচ হবে? সেটাই হল সবচেয়ে বড় প্রশ্ন৷ পুরো বিষয়টি নিয়ে তাই নতুন করে আলোচনা করা হবে বলে বোর্ড সূত্রে খবর৷ তাই আপাতত মিনি আইপিএল হচ্ছে না৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ