Advertisement
Advertisement

Breaking News

VAR নতুন নয়, আটের দশকে শুধু বাঙালিরাই জানত এর প্রয়োগ!

কৈশোরের স্মৃতি হাতড়ে দেখুন তো মনে করতে পারেন কি না?

Bengal comics reminds us about VAR in late 80's
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 1, 2018 7:54 pm
  • Updated:July 1, 2018 7:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বিশ্বকাপের নতুন সংযোজন কী? সকলেই জানেন ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি৷ অফসাইড বোঝা থেকে পেনাল্টি কিংবা হ্যান্ডবলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন থেকে মাঠের রেফারিরা প্রযুক্তির সাহায্য নিতে পারেন৷ তবে তা নিয়ে বিতর্কও দেখা দিয়েছে৷ একইরকম হ্যান্ডবলের ক্ষেত্রে দু’জন রেফারির দু’রকম সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ ভিএআর-এর সঠিক প্রয়োগ নিয়েও প্রশ্ন উঠেছে৷ তবে এই ভিএআর বিশ্বকাপে নতুন হতে পারে, বাঙালির কাছে নয়৷ বাঙালি কিশোররা সেই আটের দশকেই জানত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাজ৷

[  আর্জেন্টিনার বিপর্যয়ের দিনেও আলোচনার শীর্ষে চুম্বনরত ‘ভগবান’ ]

Advertisement

কিন্তু কীভাবে? আটের দশকে ঘরে ঘরে টেলিভিশনের রমরমা শুরু হয়নি৷ শৈশব-কৈশোর তখনও মোবাইল বা ভিডিও গেমে বন্দি হয়ে যায়নি৷ সে দিনকালে কল্পনার মুক্তি ছিল বইয়ের পাতাতেই৷ আর শিশুমন শান্তি পেত কমিক্সে৷ অনেকেরই মনে পড়বে ‘রোভার্সের রয়’ কমিক্সটির কথা৷ সেখানে রয়ের ফুটবল খেলায় অফসাইডের সিদ্ধান্ত নিয়ে যদি সংশয় দেখা দিত, তবে ফিলমের সুবিধা নেওয়ার কথা লেখা ছিল৷ সে সময়ে যাঁরা কিশোর ছিলেন আজ তাঁরা অনেকেই প্রৌঢ়৷ কিন্তু স্মৃতির দরজায় কড়া নাড়লে সেই সব দিনের জলছবি স্পষ্ট হয়ে উঠতে পারে৷ রোভার্সের রয়-ও মনে পড়ে যেতে পারে৷ এবং তখনই স্পষ্ট হবে সেই আটের দশকে বাঙালিই সম্ভবত প্রথম খেলায় প্রযুক্তি ব্যবহারের কথা ভেবেছিল৷ হ্যাঁ, ময়দানে না হলেও মগজে৷

Advertisement

[  বিয়ের সাজেই বল পায়ে মাঠে নামলেন রুশ সুন্দরীরা, তারপর… ]

আর যদি মনে না পড়ে! কুছ পরোয়া নেই৷ নস্ট্যালজিয়ার ঝাঁপি খুলতে সাহায্য করেছেন তনুময় নস্কর৷ সোশ্যাল মিডিয়া তিনিই কমিক্সের একটি পাতা শেয়ার করে উসকে দিয়েছেন স্মৃতি৷ প্রত্যাশিতভাবেই স্মৃতিকাতর বাঙালি৷ আজ যে ভিএআর নিয়ে এত চর্চা, যে কৈশোরের করপুটে সেদিন ছিল, তা মনে করেই আনন্দ পাচ্ছেন অনেকেই৷ ‘আনন্দমেলা’র পাতাতেই দীর্ঘদিন টানা প্রকাশিত হয়েছে এই কমিক্স৷ আজ সবই স্মৃতি৷ আজকের প্রজন্মের কাছে হয়তো এই পাতার গুরুত্ব বুঝিয়ে তোলা সম্ভব নয়৷ তবু বাঙালি যে কল্পনায় দড়, হলদে হয়ে এ পাতা যেন তাই-ই প্রমাণ করছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ