Advertisement
Advertisement

Breaking News

Doping Controversy in India

বছরের শেষে দেশের সবচেয়ে বড় ডোপিং বিতর্ক! ব্যর্থ হয়ে নির্বাসিত ২৫জন অ্যাথলিট

বড় ডোপিং কেলেঙ্কারি! মুখ পুড়ল ভারতের।

Biggest doping scandal in India! 25 National Games players implicated, 9 athletes medal winners। Sangbad Pratidin

অ্যাথলিটদের ডোপিং কেলেঙ্কারির জন্য চাপে ভারত। ছবি: এক্স হ্যান্ডেল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 29, 2023 2:01 pm
  • Updated:December 29, 2023 2:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের শেষে ভারতের (India) ক্রীড়াক্ষেত্রে বড় বিতর্ক ঘটে গেল। একসঙ্গে ২৫জন অ্যাথলিট ডোপ পরীক্ষায় (Doping Test) ব্যর্থ হয়েছেন। শোনা যাচ্ছে তালিকায় রয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক জেতা ৯জন অ্যাথলিট। খেলাধুলোর সঙ্গে যুক্ত মানুষদের দাবি, ডোপ টেস্টে ফেল করার এমন ঘটনা আগে ঘটেনি!

দেশের বিভিন্ন রাজ্যের অ্যাথলিটরা জাতীয় গেমসে অংশ নেন। উত্তর প্রদেশের বন্দনা গুপ্ত ভারোত্তোলনে সোনা জিতেছিলেন। তিনিও ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। এই কেলেঙ্কারিতে জড়ানো বাকি অ্যাথলিটরা হলেন – কমলজিৎ কৌর (২০০ মিটারে রুপো জয়ী), অজয় ​​কুমার (৫ হাজার মিটারে ব্রোঞ্জ জয়ী), অনিতা দেবী (সাইক্লিস্টে রুপো জয়ী)। এছাড়া রয়েছেন ফরমান আলি, প্রবীণ কুমার, ভি নেহা, হরজোধভীর সিং, বক্সার ভাবনা। এমনকি বিলিয়ার্ডস খেলোয়াড়ও ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন। অ্যাথলেটিক্স এবং ভারোত্তোলন ছাড়াও, বক্সিংয়ের দু’জন, সাইক্লিং, কুস্তি, ট্রায়াথলন, নেটবল, কবাডি এবং সাঁতারের একজন করে অ্যাথলিট ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। স্বভাবতই সেই অ্যাথলিটদের অস্থায়ীভাবে নির্বাসিত করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রথম ম্যাচে বিশ্রী হারের পরে রোহিতদের দলে নতুন বোলার, কাকে নিল ভারত?]

চলতি বছরের ২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গোয়াতে বসেছিল জাতীয় গেমসের আসর। সূত্রের খবর, সেখানেই ২৫ জন অ্যাথলিট ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। ভারোত্তোলন, বক্সিং, কুস্তি, জুডো, ফুটবল, অ্যাথলেটিক্স-সহ একাধিক ইভেন্টের প্রতিনিধি জাতীয় গেমসের আসরে ডোপ টেস্টে ব্যর্থ হয়েছেন‌।

Advertisement

আপাতত নাডার (National Anti Doping Agency) পক্ষ থেকে শোনা যাচ্ছে ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়া অ্যাথলিটদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শোনা এই তালিকায় আরও চার-পাঁচ জনের নাম যুক্ত হতে পারে।

[আরও পড়ুন: ‘তোমরাও কিছু করো’, সেঞ্চুরিয়নে হেরে তিন পেসারকে দুষছেন রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ