ভারত- প্রথম ইনিংস ৪৪৩/৭ ডিক্লেয়ার (পূজারা ১০৬, বিরাট ৮২), অস্ট্রেলিয়া- ৬/০
দ্বিতীয় দিনের খেলা শেষ
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল বিকৃতি কাণ্ডে একদিকে নতুন করে তোলপাড় অজি ক্রিকেটমহল। তার মধ্যেই ভাল খবর ভারতীয় ক্রিকেটের জন্য। মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনেও চালকের আসনে টিম ইন্ডিয়া। কেরিয়ারের ১৭তম সেঞ্চুরি হাঁকালেন চেতেশ্বর পূজারা। শতরানের দৌলতে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন পূজারা। এখন ভিভিএস লক্ষ্মণের সঙ্গে একাসনে বসে পড়লেন এই ভারতীয় ব্যাটসম্যান। একইসঙ্গে পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে বক্সিং ডে টেস্টে শতরানের নজির গড়লেন পূজারা। এর আগে শচীন তেণ্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের এমন কৃতিত্ব রয়েছে। মাত্র ১১২টি ইনিংস খেলেই ১৭ নম্বর সেঞ্চুরি করলেন পূজারা। এদিন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮২ রান। রোহিত শর্মাও এদিন সফল হয়েছেন। করেছেন ৬৩ রান। ৪৪৩/৭ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে ৮ রান অস্ট্রেলিয়ার।
বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের বল গড়ানোর আগে তুমুল বিতর্ক অজি ক্রিকেট মহলে। বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফটের বিস্ফোরক ইন্টারভিউয়ের জেরে দুই ভাগ ক্রিকেট বিশ্ব। ব্যানক্রফট এতদিন বাদে সরাসরি নিশানা করেছেন সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, ওয়ার্নারই তাঁকে বল বিকৃত করতে বলেছিল। এমন সময়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যানক্রফট যখন আর তিন মাস বাদেই নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসতে চলেছেন ওয়ার্নার। স্বভাবতই অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং ব্যানক্রফটকে তুলোধোনা করেছেন। এই পরিস্থিতিতে মেলবোর্ন টেস্ট থেকে ওয়াকিবহাল মহলের নজর অনেকটাই সরে গিয়েছে। তখনই অজিদের বিরুদ্ধে জ্বলে উঠলেন পূজারা-কোহলিরা। অভিষেক টেস্টে ভারতের ওপেনার ময়ঙ্ক আগরওয়ালের দুর্দান্ত ইনিংস নজর কেড়েছে সমালোচকদরে। তার মধ্যেই বিতর্কের পারদ চড়িয়েছেন প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া ও কেরি ও’কিফ। ময়ঙ্কের কৃতিত্বকে খাটো করার চেষ্টা করে বিতর্কে জড়ান দুই ধারাভাষ্যকার। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন মার্ক ওয়া। তবে তার মতো প্রাক্তনের কাছ থেকে এমন অ-ক্রিকেটীয় মন্তব্য আশা করেননি ক্রিকেট অনুরাগীরা। স্বভাবতই ট্রোলড হয়েছেন তিনি।
[অভিষেক টেস্টে ময়ঙ্ককে অপমান প্রাক্তন অজি তারকাদের, সরগরম নেটদুনিয়া]