Advertisement
Advertisement

Breaking News

ক্রিকেটকে বিদায়, ম্যান ইউ-তে সই করছেন গেইল!

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সামারসেটের হয়ে খেলতে আপাতত ইংল্যান্ডে রয়েছেন ক্যারিবিয়ান জায়ান্ট৷ খেলার ফাঁকে নিজের পছন্দের ক্লাব রেড ডেভিলসের ঘরের মাঠে ঢুঁ মারেন তিনি৷ ওল্ড ট্র্যাফোর্ডের আনাচে-কানাচে ঘুরে সময় কাটান৷ এতো দূর পর্যন্ত তাও ঠিক ছিল৷ কিন্তু ইনস্টাগ্রামে তাঁর পোস্টটি দেখেই ভক্তরা অবাক হয়েছেন!

Chris Gayle aims To Play for Manchester United
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2016 4:00 pm
  • Updated:July 11, 2018 2:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে ক্রিস গেইলকে! হ্যাঁ, ঠিকই পড়েছেন৷ কোনও সূত্রের খবর নয়৷ ক্যারিবিয়ান ক্রিকেটার নিজেই একথা জানিয়েছেন!
ম্যান ইউ-তে লুই ভ্যান গাল যুগের অবসান ঘটেছে৷ ব্যর্থতার মুখ থেকে দলকে টেনে তুলতে আনা হয়েছে হোসে মোরিনহোকে৷ তবে কি তাঁর হাত ধরেই ফুটবল ক্লাবে অভিষেক ঘটতে চলেছে গেইলের? ইঙ্গিত তো তেমনই৷ চলতি বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ওয়েস্ট ইন্ডিজ৷ সেই দলে ছিলেন গেইল৷ আইপিএল-এও তাঁর পারফরম্যান্স নজরকাড়া৷ তা সত্ত্বেও জাতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি৷ তাই কি এমন সিদ্ধান্ত? তবে কি ক্রিকেটে বীতশ্রদ্ধ হয়ে পড়লেন তিনি? হয়তো তাই! সেই কারণেই হয়তো প্যাড জোড়া খুলে রেখে ফুটবল পায়ে তুলে নিচ্ছেন গেইল৷

gayle
ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের হয়ে খেলতে আপাতত ইংল্যান্ডে রয়েছেন ক্যারিবিয়ান জায়ান্ট৷ খেলার ফাঁকে নিজের পছন্দের ক্লাব রেড ডেভিলসের ঘরের মাঠে ঢুঁ মারেন তিনি৷ ওল্ড ট্র্যাফোর্ডের আনাচে-কানাচে ঘুরে সময় কাটান৷ এত দূর পর্যন্ত তাও ঠিক ছিল৷ কিন্তু ইনস্টাগ্রামে তাঁর পোস্টটি দেখেই ভক্তরা অবাক হয়েছেন! ফুটবল খেলার একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “নতুন ম্যানেজারের সঙ্গে ভালই বৈঠক হল৷ আমার শর্তগুলো মেনে নিলেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করব৷”
উসেইন ‘থান্ডার’ বোল্টও একবার ম্যান ইউ-তে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন৷ জামাইকান অ্যাথলিট বলেছিলেন, অবসরের পর ফুটবল খেলতে চান তিনি৷ এবার গেইল! বলে রাখা ভাল, গেইলের আর পাঁচটা ঠাট্টার মতোই এটিও একটি৷ ফুটবল প্রেমী গেইলকে ‘ইউনিভার্স বস’ লেখা জার্সি হাতে দেখা গেল৷ বাঁ-হাতি জামাইকান বাইশ গজেই খুশি৷ ম্যান ইউ-তে যোগ দেওয়া তো ইচ্ছে মাত্র৷

Advertisement

Best signing this year so far. #mufc #United ⚽️

Advertisement

A video posted by KingGayle 👑 (@chrisgayle333) on

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ