Advertisement
Advertisement

Breaking News

জিতলেও নক-আউটে এই ইতালির দুঃখ আছে

সাফল্য পেতে হলে ওই পর্যায়ে কিন্তু নতুন কিছু ভাবতে হবে ইতালি কোচ কন্টেকে৷

Conte thrilled as Éder and Italy repay faith
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 11:44 am
  • Updated:June 18, 2016 11:44 am

আইএম বিজয়ন: সুইডেন দলটার ভাগ্য সত্যি খারাপ৷ প্রথম ম্যাচে ওরা ড্র করেছিল৷ কিন্তু ওদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা যায়নি৷ ইতালি ম্যাচটা দেখুন৷ আগাগোড়া দাপট দেখিয়ে গেল ওরা৷ কিন্তু শেষ মুহূর্তে বাজি মেরে গেল ইতালি৷ এডের গোলটা বেশ ভাল৷ কিন্তু আমার মতে ‘অ্যাক্সিডেন্টাল’৷

একটা ব্যাপারে সবাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন৷ ফুটবলে তুমি যতই ভাল খেল না কেন, অভিজ্ঞতা সবসময় ফ্যাক্টর৷ vijayanব্রাজিল, আর্জেন্টিনা, ইতালির মতো দলের অভিজ্ঞতা সবসময় বেশি৷ তাই ছোট দলগুলি তাদের বিরুদ্ধে যতই ভাল খেলুক না কেন, একটা ছোটখাটো ভুলে শেষ হয়ে যেতে পারে সবকিছু৷ ইতালির গোলটার কথা ধরা যাক৷ জাজার কাছ থেকে বল পাওয়ার পর গতি বাড়িয়ে গোল করে গেল এডার৷ এক্ষেত্রে ওদের ডিফেন্ডার আন্দ্রিয়াস ভুল করল৷ একটা ভুল, আর তা থেকেই গোল৷ ও যদি বক্সের বাইরে ট্যাকেল করত, হয়তো ফ্রিকিক পেত ইতালি৷ যা থেকে গোল আসতেও পারত, আবার নাও হতে পারত৷ উল্টে দোনোমোনা করে পড়ে গেল৷ পড়ে পাওয়া সুযোগটা কাজে লাগাতে ভুল করল না ইতালির স্ট্রাইকারটি৷ ফিনিশটাও দুর্দান্ত ছিল৷

Advertisement

প্রথম ম্যাচের ইতালির সঙ্গে সুইডেনের বিরুদ্ধে ইতালির মিল পেলাম না৷ কেমন যেন গুটিয়ে ছিল শুরুতে৷ জার্মানি ম্যাচটার কথা মনে পড়ছিল৷ দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোলো ডি রোসিরা৷ পারোলোর হেড ক্রসবারে লাগল৷ তবে সেই অর্থে সুযোগ পাওয়া বলতে এডারই পেয়েছে৷ আর সেটা কাজে লাগিয়ে ম্যাচ বের করে দিল ও৷ ইব্রাহিমোভিচের জন্য খারাপ লাগছে৷ সাংঘাতিক পরিশ্রম করল গোটা ম্যাচে৷ সুযোগ তৈরি করল, দলকে নেতৃত্ব দিল৷ কিন্তু মাঠ ছাড়তে হল মাথা নিচু করে৷

Advertisement

আজুরি ফ্যানেদের শুনতে খারাপ লাগতে পারে৷ কিন্তু না বলে পারছি না, এই ইতালিকে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার এখনই বলতে পারছি না৷ গ্রুপ লিগের ম্যাচেই এই অবস্থা৷ ওদের বড়জোড় নক আউট অবধি দেখতে পাচ্ছি৷ সাফল্য পেতে হলে ওই পর্যায়ে কিন্তু নতুন কিছু ভাবতে হবে ইতালি কোচ কন্টেকে৷ কারণ রোজ এমন ‘অ্যাক্সিডেন্টাল’ গোল কিন্তু হবে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ