Advertisement
Advertisement

মহারাষ্ট্রে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার কুস্তিগির

পলাতক চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Crash claims promising wrestlers' life in Maharashtra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2018 9:01 am
  • Updated:January 13, 2018 12:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পশ্চিম মহারাষ্ট্রের সাংলি জেলায়। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ছয়জন। যাঁদের মধ্যে ছিলেন চার কুস্তিগির। গুরুতর আহত হন পাঁচজন।

[নর্থ-ইস্টের ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরল এটিকে]

পুলিশ সূত্রে খবর, পুণেতে স্থানীয় এক প্রতিযোগিতা সেরে এদিন সকালে একটি এসইউভি গাড়িতে চেপে ফিরছিলেন কুস্তিগিররা। গাড়িতে দশজনেরও বেশি যাত্রী ছিলেন। সাংলির কুন্দলের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকাই কোরেগাঁও-সাংলি রোডে ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক্টর সজোরে মুখোমুখি ধাক্কা মারে এসইউভিটিকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন। যাঁদের মধ্যে চারজনই কুস্তিগির। গুরুতর আহত হন কমপক্ষে পাঁচজন। তাঁদের উদ্ধার করে সাংলির সরকারি হাসপাতালে ভরতি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। মুখোমুখি সংঘর্ষের কারণে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে।

Advertisement

চিঞ্চনি-ভাঙ্গি থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই ট্রাক্টরের চালক আপাতত পলাতক। তবে তাকে খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। এমন ঘটনায় কুস্তিগিরদের বাড়িতে শোকের ছায়া নেমেছে।

[জীবনযুদ্ধে লড়াই শেষ, হাসপাতালে মৃত্যু বিশ্বজয়ী ভারোত্তোলকের]

উল্লেখ্যে, গত রবিবার ভোরবেলা দিল্লির আলিপুর এলাকার সিঙ্ঘু বর্ডারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি সুইফ্ট ডিজায়ার গাড়ি। ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন গাড়িতে থাকা চারজন ভারোত্তোলক। গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিশ্বজয়ী ভারোত্তোলক সক্ষম যাদব। পরে তাঁরও মৃত্যু হয়। এবার দুর্ঘটনা কেড়ে নিল চার কুস্তিগির-সহ ছ’জনের প্রাণ।

[মাস্টার ব্লাস্টার নন, ছেলে অর্জুনের রোল মডেল অন্য দুই ক্রিকেটার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ