Advertisement
Advertisement
Harmanpreet Kaur

অনিশ্চয়তা কাটিয়ে মাঠে হরমনপ্রীত, বললেন, ‘আমি একদম ঠিক আছি’

দলে বেশ কিছু পরিবর্তন আনে ভারত।

Absolutely fine, says Harmanpreet Kaur ahead of Semi Final । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 23, 2023 7:57 pm
  • Updated:February 23, 2023 7:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) সেমিফাইনালের আগে ভারতীয় সাজঘরের জন্য খারাপ খবর ছিল। অধিনায়ক হরমনপ্রীত কউর হয়তো নামতে পারবেন না গুরুত্বপূর্ণ শেষ চারের মোকাবিলায়। পূজা বস্ত্রাকার ম্যাচ থেকে ছিটকে গেলেও হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) কিন্তু মাঠে নামেন।

হরমনপ্রীত যদি খেলতে না পারতেন তাহলে জাতীয় দলকে নেতৃত্ব দিতেন স্মৃতি মন্ধানা। কিন্তু হরমনপ্রীতই দলকে নেতৃত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় দল অবশ্য দলের ভারসাম্য বজায় রাখতে বেশ কিছু পরিবর্তন এনেছে দলে। 

Advertisement

[আরও পড়ুন: ‘এত ইঞ্জেকশন নিয়েছে যে এখন আর হাঁটতে পারে না’, শোয়েব সম্পর্কে বড় তথ্য ফাঁস আফ্রিদির]

লেগ স্পিনার দেবিকা বৈদ্যকে বিশ্রাম দেওয়া হয়েছে। ইয়াস্তিকা ভাটিয়াকে দলে নেওয়া হয়েছে। রাজেশ্বরী গায়কোয়াড়ের পরিবর্তে রাধা যাদব দলে এসেছেন।
কিন্তু হরমনপ্রীত কি অসুস্থতা নিয়েই নেমে পড়লেন? টস করার সময়ে হরমনপ্রীত বলেন, ”আমি অসুস্থ ছিলাম। কিন্তু এখন একদম ঠিক আছি।”

Advertisement

ভারতের জন্য এই লড়াই খুবই কঠিন। কিন্তু খেলাটার নাম যে ক্রিকেট। আর তা এখনও মহান অনিশ্চয়তার। 

[আরও পড়ুন: একই দিনে জানা গেল আইপিএলের দুই দলের অধিনায়কের নাম, দু’জনেই বিদেশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ