Advertisement
Advertisement

Breaking News

Afghanistan Pakistan

শারজায় ইতিহাস রশিদদের, পাকিস্তানকে হারিয়ে প্রথমবার সিরিজ জয় আফগানিস্তানের

সিরিজ জয়ের পর এবার আফগানদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।

Afghanistan makes history, clinches series against Pakistan for the first time | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:March 27, 2023 1:16 pm
  • Updated:March 27, 2023 1:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার তালিকায় অন্যতম পাকিস্তান (Pakistan) বনাম আফগানিস্তানের দ্বৈরথ। এবার এই লড়াইয়ে তৈরি হল নয়া ইতিহাস। প্রথমবার পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল আফগানিস্তান। শারজার মাটিতে পরপর দুই ম্যাচে জয় পেয়েছেন রশিদ খানরা। সিরিজ জয়ের পর এবার আফগানদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।

২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে মাত্র ১ উইকেটে জয় পেয়েছিল পাকিস্তান। হাড্ডাহাড্ডি সেই ম্যাচের পরে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা। শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হওয়ার সেই জ্বালা বুকে নিয়েই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেমেছিলেন রশিদ খানরা (Rashid Khan)। শারজার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে পরপর দুই ম্যাচ জিতে নেয় আফগান বাহিনী।

Advertisement

[আরও পড়ুন: ছেলের অন্নপ্রাশনের টাকা নিয়ে উধাও ক্যাটারার, প্রতারিত চিকিৎসক সেলের তৃণমূল নেতা]

এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানের মতো পাক তারকাদের। প্রথম ম্যাচে হারের পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচের একটা সময় মন্থর ব্যাটিং করে পরিস্থিতি কঠিন করে ফেলেন আফগানরা। তবে কার্যকরী ইনিংস খেলে দলকে বাঁচান নাজিবুল্লা জাদরান ও মহম্মদ নবি। এক বল বাকি থাকতে চার মেরে আফগানিস্তানকে ম্যাচ জেতান জাদরান।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টদের হারিয়ে নয়া ইতিহাস গড়লেন রশিদ খানরা। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের প্রথম ছয়ে থাকা কোনও দলের বিরুদ্ধে এই প্রথমবার সিরিজ জিতল আফগানিস্তান। আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসাবে আফগানিস্তানের কথা উল্লেখ করেছেন প্রাক্তন পাক তারকা শোয়েব আখতার। দলের পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক রশিদও। সোমবারই সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ফের ইতিহাস গড়তে পারবেন আফগানরা?

[আরও পড়ুন: বাবা হতে তান্ত্রিকের নির্দেশেই নরবলি! তিলজলায় শিশু খুন নিয়ে বিস্ফোরক দাবি ধৃতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ