Advertisement
Advertisement

অভিমন্যু ঈশ্বরণের দাপুটে শতরান, বরোদাকে হেলায় হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে বাংলার দ্বিতীয় জয়

বাংলার জোড়া জয়।

After Abhimanyu Easwaran century Bengal beat Baroda by 95 runs in the Vijay Hazare trophy। Sangbad Pratidin

লিস্ট এ ক্রিকেটে নবম শতরান করার পর ব্যাট দেখাচ্ছেন অভিমন্যু ঈশ্বরণ। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 25, 2023 4:45 pm
  • Updated:November 25, 2023 4:53 pm

বাংলা: ৩১৪/৮ (অভিমন্যু ১৪১, অভিষেক ৫৯, অনুষ্টুপ ৪১)
বরোদা: ২১৯ (করণ লাল ৩/৪৩, প্রদীপ্ত ৩/৪৬, মহম্মদ কাইফ ২/২৬)
বাংলা ৯৫ রানে জয়ী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো ফল হয়নি। তবে বিজয় হাজারে ট্রফি অভিযান জোড়া জয় দিয়েই শুরু করল বাংলা। শনিবার অর্থাৎ ২৫ নভেম্বর বরোদাকে ৯৫ রানে হেলায় হারিয়ে দিল বঙ্গব্রিগেড। অভিমন্যু ঈশ্বরণের ১৪১ রানের দুরন্ত ইনিংসের পর, বোলারদের দাপটে বিপক্ষকে উড়িয়ে দিল সুদীপ ঘরামীর দল। এর আগে প্রথম ম্যাচে নাগাল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। এদিন বাংলার ৮ উইকেটে ৩১৪ রানের জবাবে বরোদা ২১৯ রানে অলআউট হয়ে যায়। 

Advertisement

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৪ রান তুলে দেয় বাংলা। ওপেন করতে নেমে শুরু থেকেই বাইশ গজে ঝড় তুলতে শুরু করেছিলেন অভিমন্যু। লিস্ট এ ক্রিকেটে এটা ছিল তাঁর নবম শতরান। ১৩৮ বলে ১৪১ রান করেন অভিমন্যু। তাঁর এই ইনিংস ১৪টি চার দিয়ে সাজানো ছিল। আর এক ওপেনার অভিষেক পোড়েল করেন ৬৫ বলে ৫৯ রান। মারেন ৬টি চার ও ১টি ছক্কা। মিডল অর্ডারে বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৪৭ বলে ৪১ রান। মারেন ৪টি চার। তবে বাকি ব্যাটাররা বড় রানের মুখ দেখেননি। 

Advertisement

[আরও পড়ুন: ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি তৈরি’, অকপটে জানিয়ে দিলেন রিঙ্কু]

তবে এদিন মিডল অর্ডার ব্যর্থ হলেও, বঙ্গ ব্রিগেডকে জিততে বেগ পেতে হয়নি। কারণ বিপক্ষের ব্যাটারদের বুঝে নেন প্রদীপ্ত প্রামাণিক, মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ ও করণ লাল। করণ ৪৩ রানে ৩ ও প্রদীপ্ত ৪৬ রানে ৩ উইকেট নিলেন। কাইফ নিয়েছেন ২৬ রানে ২ উইকেট। আকাশদীপ, শাহবাজ আহমেদের ঝুলিতে এসেছে ১টি করে উইকেট। আগামী ২৭ নভেম্বর তামিলনাড়ুর বিরুদ্ধে নামবে বঙ্গব্রিগেড। 

[আরও পড়ুন: ফের আইপিএল জগতে রাহুল দ্রাবিড়! এবার কোন দলের ‘মেন্টর হয়ে ফিরতে পারেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ