Advertisement
Advertisement
Rahul Dravid

Rahul Dravid: ফের আইপিএল জগতে রাহুল দ্রাবিড়! এবার কোন দলের ‘মেন্টর হয়ে ফিরতে পারেন?

দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা।

Rahul Dravid likely to replace Gautam Gambhir as Lucknow Super Giants mentor unless BCCI convinces him to continue as India coach। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 25, 2023 1:33 pm
  • Updated:November 25, 2023 1:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল (ICC ODI World Cup 2023) শেষ হতেই তাঁর সঙ্গে বিসিসিআই-এর (BCCI) চুক্তি শেষ হয়ে গিয়েছে। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাড়াবেন কিনা সেটা নিয়ে এখনও কোন পোক্ত খবর এখনও পাওয়া যায়নি। এমন প্রেক্ষাপটে কোচ হিসাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে উঠে এল নতুন তথ্য। শোনা যাচ্ছে ভারতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ না হলে, ফের একবার আইপিএল (IPL) জগতে ফিরতে পারেন ‘দ্য ওয়াল’। ক্রোড়পতি লিগের দুটি অন্যতম ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants) কিংবা পুরনো দল রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ফিরতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) হেডস্যর।

প্রথমত, নিজের পুরনো ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটে দেখা যেতে পারে তাঁকে। তবে জোর জল্পনা এই যে, টিম ইন্ডিয়ার হেড কোচকে দেখা যেতে পারে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে। সেক্ষেত্রে তিনি গৌতম গম্ভীরের জায়গায় স্থালিভিষিক্ত হবেন।

Advertisement

[আরও পড়ুন: মারাকানায় মারমারি ইস্যুতে ফিফার তদন্ত শুরু, বড় শাস্তির মুখে ব্রাজিল-আর্জেন্টিনা]

লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন গম্ভীর। ২০১২ ও ২০১৪ সালে অধিনায়ক হিসাবে কেকেআর-কে চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি। সেই গম্ভীরের খালি পদ পূরণ করতে এবার নাকি ‘দ্য ওয়াল’-কে পেতে মরিয়া হয়ে আছেন সঞ্জীব গোয়েঙ্কা। এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে খবর।

Advertisement

দ্রাবিড়ের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য খুব দ্রুত বসতে পারেন বিসিসিআই-এর কর্তারা। যদিও শোনা যাচ্ছে দ্রাবিড় আপাতত পরিবারকে সময় দিতে চান। তাই জাতীয় দল থেকে দূরে সরে থাকতে চাইছেন। এখন এই ইস্যুর জল কতদূর গড়ায় সেটাই দেখার।

[আরও পড়ুন: সিনিয়র দলের যোগ্য নন? পূজারা-রাহানে-অশ্বিনরা এবার খেলবেন ভারতীয় ‘এ’ টিমে!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ