Advertisement
Advertisement
Anushka Virat

বিশ্বকাপের মাঝেই বিরাটের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে অনুষ্কা, স্পষ্ট অভিনেত্রীর বেবি বাম্প

ভাইরাল হয়েছে অনুষ্কার ভিডিও।

Anushka Sharma flaunts baby bump, holds hand with Virat, video goes viral | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 10, 2023 11:21 am
  • Updated:November 10, 2023 11:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)! বেশ কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনায় কার্যত শিলমোহর পড়ল। তারকা দম্পতির একটি ভাইরাল ভিডিও দেখে ভক্তরা কার্যত নিশ্চিত, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বিরুষ্কা। কারণ ভিডিওটিতে দেখা যাচ্ছে, নিজের বেবি বাম্প সামলেই হাঁটছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচের আগে টিম ইন্ডিয়ার হোটেলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী।

সূত্রের খবর, কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি ক্লিনিকে দেখা গিয়েছিল বিরাট ও অনুষ্কাকে। সেই সময়ে পাপারাৎজিদের সঙ্গে কথা বললেও ছবি তুলতে বারণ করেন তারকা দম্পতি। আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যেই তাঁদের সন্তান আসার সুখবর জানাবেন। কিন্তু তার আগেই ভাইরাল হয় বিরুষ্কার নতুন ভিডিও। সেখানেই সাফ দেখা যাচ্ছে, বিরাটের হাত ধরে হাঁটছেন অনুষ্কা।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা নির্বাচন সত্ত্বেও আগামী আইপিএল হয়তো ভারতেই]

বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়ার হোটেলে ঢোকার সময়ে ক্যামেরাবন্দি হন তারকা দম্পতি। কালো রঙের ঢিলেঢালা পোশাক পরেছিলেন অনুষ্কা। হাসিমুখেই আশেপাশে থাকা অন্যদের দিকে তাকান তিনি। তবে ভক্তদের নজর কেড়েছে তাঁর বেবি বাম্পই। প্রসঙ্গত, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন অনুষ্কা। সেখানেও ঢিলে পোশাক পরেছিলেন তিনি। তার পর থেকেই জল্পনা আরও তীব্র হয়, দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুষ্কা।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে বিরুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। সেই সময়েও সন্তান জন্মের খবর বেশ গোপন রেখেছিলেন তারকা দম্পতি। এবারও সেই পথেই হাঁটছেন তাঁরা। তবে ভক্তদের অনুমান, বিশ্বকাপ শেষ হওয়ার পরেই হয়তো বাবা হওয়ার খবর ঘোষণা করবেন বিরাট। 

[আরও পড়ুন: তোয়ালে পরা ক্যাটরিনায় আপত্তি, তিন দেশে নিষিদ্ধ ‘টাইগার ৩’!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement