Advertisement
Advertisement

Breaking News

Asia Cup

এশিয়া কাপ হবে পাকিস্তানেই, তবে প্রতিবেশী দেশে ঢুকবেন না রোহিত-বিরাটরা

টুর্নামেন্টে কীভাবে খেলবে ভারত?

Asia Cup will be played in Pakistan, other venues for Indian team | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:March 24, 2023 11:13 am
  • Updated:March 24, 2023 12:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাবতীয় তর্ক-বিতর্কের শেষে পাকিস্তানেই অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup)। শোনা যাচ্ছে, নিরপেক্ষ কোনও কেন্দ্র নয়, পাকিস্তানের মাটিতেই টুর্নামেন্ট খেলা হবে। তবে ভারতের ম্যাচগুলি পাকিস্তানে (Pakistan) খেলা হবে না। নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে দেওয়া হবে। তবে ভারতীয় দল কোন দেশে খেলবে, তা এখনও চূড়ান্ত করা হয়নি বলেই সূত্রের খবর।

ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রয়োজনে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দেশকে দেওয়া হোক, এমনটাই দাবি করেছিলে তিনি। এহেন মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয় ওয়াঘার অপর প্রান্ত থেকেও। ভারতে বিশ্বকাপ বয়কট করার ডাক দেয় পাকিস্তানের ক্রিকেট মহল।  

Advertisement

[আরও পড়ুন: প্যান-আধার সংযোগ না করলেও হবে? কাদের জন্য প্রয়োজ্য, জেনে নিন খুঁটিনাটি]

এহেন পরিস্থিতিতেই উঠে আসছে এশিয়া কাপ আয়োজনের নয়া ব্যবস্থা। একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, পাকিস্তানের মাটিতেই গোটা টুর্নামেন্ট খেলা হবে। শুধুমাত্র ভারতের ম্যাচের ক্ষেত্রে ব্যতিক্রম। রোহিত শর্মাদের যেন পাকিস্তানে ঢুকতেই না হয়, সেরকমই ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে শুধুমাত্র ভারতের ম্যাচগুলি আয়োজন করা হবে। 

Advertisement

কোথায় খেলতে নামবেন বিরাট কোহলিরা? আপাতত চার-পাঁচটি দেশের নাম নিয়ে আলোচনা চলছে। দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর নাম। ২০২২ সালে গোটা এশিয়া কাপ আয়োজন করেছিল মরুদেশটি। এছাড়াও আলোচনায় রয়েছে ওমান ও শ্রীলঙ্কা। এমনকি, ইংল্যান্ডেও আয়োজিত হতে পারে ভারতের ম্যাচগুলি। আপাতত এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলবে ভারত, এমনটাই জানা গিয়েছে। পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত। 

[আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে নজর নেত্রীর, কালীঘাটে আজ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ