Advertisement
Advertisement

Breaking News

Baba Indrajith

ঠোঁট থেকে ঝরছে রক্ত, চোয়ালে ব্যান্ডেজ বেঁধেই মাঠে নেমে হাফসেঞ্চুরি ব্যাটারের

লড়াকু ইনিংসকে কুর্নিশ ক্রিকেটপ্রেমীদের।

Baba Indrajith bats with bandage on face, hits half century | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 14, 2023 11:21 am
  • Updated:December 14, 2023 12:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠোঁট কেটে গলগল করে রক্ত পড়ছে। মোটা ব্যান্ডেজ বেঁধে কোনওমতে রক্তপাত থামানোর চেষ্টা চলছে। ওই অবস্থাতেই ব্যাট করতে নামলেন। দলের হার বাঁচাতে দুরন্ত ইনিংস এল তাঁর ব্যাট থেকে। রক্তাক্ত অবস্থায় হাফসেঞ্চুরি হাঁকিয়ে জিতে নিলেন ক্রিকেটপ্রেমীদের হৃদয়। ম্যাচের শেষেই হাসপাতালে ছুটতে হল চিকিৎসার জন্য। তবে বুধবারের পর ভারতীয় ক্রিকেটমহলে ঘুরছে বাবা ইন্দ্রজিতের (Baba Indrajith) নাম। তামিলনাড়ু ব্যাটারের লড়াকু মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ সকলেই।

বুধবার বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) সেমিফাইনালে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিল তামিলনাড়ু। প্রথমে ব্যাট করে ২৯৩ রানের বিশাল টার্গেট খাড়া করে হরিয়ানা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল দক্ষিণের দলটি। কঠিন সময়ে ব্যাট হাতে দলের হাল ধরতে নামেন ২৯ বছরের ব্যাটার। চলতি বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ইন্দ্রজিৎ। সাত ইনিংসে ২৭০ রান করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘… ভারত ছেড়ে চলে যেতাম’, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির]

১৪তম ওভারে ব্যাট করতে নামেন ইন্দ্রজিৎ। প্রথম দিকের কয়েকটি ডেলিভারিতে বেশ অস্বস্তিতে পড়েন তিনি। ফিজিওকে ডেকে পাঠিয়ে সাহায্য চান। তখনই দেখা যায়, গোটা চোয়ালে ব্যান্ডেজ বাঁধা। ওই অবস্থাতেই ৭১ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। তবে দলের কাজে লাগেনি ওই দুর্দান্ত ইনিংস। ম্যাচ হেরে বিজয় হাজারে থেকে ছিটকে যায় তামিলনাড়ু। ২৩০ রানেই থেমে যায় তাদের ইনিংস। তবে এই লড়াকু ইনিংসের প্রশংসায় শামিল ক্রিকেটমহল। ইন্দ্রজিতের দ্রুত সুস্থতা কামনা করেছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

গোটা ঘটনায় অভিভূত ব্যাটার নিজেও। ইনস্টাগ্রামে তিনি জানান, ইনিংস বিরতির সময়ে বাথরুমে পড়ে গিয়েই ঠোঁট কেটে যায়। গভীর ক্ষত হয়ে রক্ত ঝরতে থাকে। তবে দলকে জেতাতে না পারে হতাশ তামিলনাড়ু ব্যাটার। জানান, “আপাতত হাসপাতালে গিয়ে ঠোঁটে সেলাই করিয়েছি। আশা করি দ্রুত সুস্থ হতে পারব।” সকল ক্রিকেটপ্রেমীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

[আরও পড়ুন: সংসদের নিরাপত্তা ‘বেআব্রু’, সরকারকে ঘিরে ধরল INDIA জোট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ