BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

মাঝরাতে বাইকে বেপরোয়া বাবর, পন্থের দুর্ঘটনায় শিক্ষা হয়নি! কটাক্ষ নেটিজেনদের

Published by: Anwesha Adhikary |    Posted: May 25, 2023 5:01 pm|    Updated: May 25, 2023 5:01 pm

Babar Azam drives bike in speed at night, netizens slam Pak cricketer | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাহোরের (Lahore) রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালিয়ে বিতর্কে বাবর আজম (Babar Azam)। শহরের রাস্তায় গতির সীমা ভেঙে বাইক চালিয়েছেন পাক ক্রিকেট অধিনায়ক। সেই ভিডিও পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপরেই নেটিজেনদের নিন্দার মুখে পড়েছেন তিনি। নিয়ম ভেঙে কেন এইভাবে বাইক ছোটাচ্ছেন তিনি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকরা। তবে বাবরের সুরক্ষা নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন তাঁর ভক্তরা।

বুধবার বাইক চালানোর ভিডিও টুইট করেন বাবর। সেই ভিডিওর ক্যাপশনে লেখেন ‘রেডি,সেট,গো’। যদিও হেলমেট পরেই বাইক চালাচ্ছিলেন তিনি। তা সত্বেও নেটদুনিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন পাক অধিনায়ক। সামনেই বিশ্বকাপের মতো মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রয়েছে। তার আগে নিজের সুরক্ষার কথা মাথায় না রেখে কেন এইভাবে বাইক সফরে বেরিয়েছেন, সেই প্রশ্নই উঠছে।

[আরও পড়ুন: ‘তৃণমূল বাংলাকে আফগানিস্তান করতে চাইছে’, বারাকপুর শুটআউট কাণ্ডে তোপ দিলীপের]

অনেকেই এই প্রসঙ্গে ঋষভ পন্থের ঘটনার কথাও টেনে আনছেন। রাতের বেলা হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় উইকেটকিপার ব্যাটার। দীর্ঘদিন হাসপাতালে থেকে আপাতত রিহ্যাব শুরু করেছেন তিনি। কিন্তু আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। চোখের সামনে এমন উদাহরণ থাকা সত্বেও কেন বেপরোয়া গতিতে বাইক ছোটাচ্ছেন বাবর, তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

তবে এই প্রথম নয়, আগেও ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালিয়েছেন পাক অধিনায়ক। কয়েকদিন আগেই লাহোরে গাড়ি চালানোর সময়ে তাঁকে আটকায় ট্রাফিক পুলিশ। তাঁর গাড়ির নম্বরপ্লেট নিয়েও একাধিক সমস্যা রয়েছে বলে জানা যায়। এইভাবে চলতে থাকলে আগামী দিনে দুর্ঘটনায় পড়তে পারেন বাবর, আশঙ্কা ভক্তদের।

[আরও পড়ুন: বন সহায়ক পদে প্যানেল বাতিলের রায়কে চ্যালেঞ্জ, মামলাই শুনল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে