Advertisement
Advertisement

Breaking News

বল বিকৃতি কাণ্ডের জের, অস্ট্রেলিয়ার কোচের পদ ছাড়লেন লেহম্যান

ভদ্রলোকের খেলায় ভদ্রতার নমুনা রেখেই সরলেন লেহম্যান।

Ball tempering: Darren Lehman steps down as Australia coach
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 29, 2018 5:54 pm
  • Updated:July 15, 2019 1:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বল বিকৃতি কাণ্ডের জেরে এবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ডারেন লেহম্যান। বল বিকৃতিতে এক বছরের নির্বাসনের কবলে পড়েন স্মিথ ও ওয়ার্নার। তারপরই এল কোচের এই সিদ্ধান্ত।

ভদ্রলোকের খেলা ক্রিকেট। তবে তাতে যে কলঙ্কের দাগ লাগে না তা নয়। বিভিন্ন সময় নানা কালি এসে পড়েছে ক্রিকেটের সফেদ মহলে। বেটিং থেকে বিকৃতির ঘটনা কম নয়। তবে এ কাণ্ডে যে দোর্দণ্ডপ্রতাপ অস্ট্রেলিয়ারও নাম জড়াবে তা অনেকেই ভেবে উঠতে পারেননি। ক্রিকেট বিশ্বে দাদাগিরিই দেখিয়ে চলে অস্ট্রেলিয়া। স্যার ব্র্যাডম্যানের দেশে প্রতিভার অভাব নেই। স্টিভ ওয়া থেকে স্টিভ স্মিথ পর্যন্ত সেই ধারা বয়ে চলছে। তবে তার মধ্যেই এই বিকৃতি কাণ্ড যেন সাফল্যের কাচের গায়ে দাগ হয়ে থাকল। জেন্টলম্যানস গেম বলেই বোধহয় বিকৃতি কাণ্ডে ছাড় পেয়েও পদত্যাগের সিদ্ধান্ত নিলেন লেহম্যান।

Advertisement

বল বিকৃতি কাণ্ডে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ, অপরাধ স্বীকার ওয়ার্নারের ]

অজি নেতা স্টিভ স্মিথ পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিলেও পার পাননি মূল অভিযুক্ত ক্যামেরন ব্যানক্রফট। দোষ কিছুটা নিয়েছেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারও। নিজের এই বড় অপরাধ চিরকাল মনে রাখবেন বলে বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন স্মিথ। জানান, ‘নেতৃত্বে গলদ ছিল। সমস্ত দায় মাথায় পেতে নিচ্ছি। আমার ভুলের যা যা খেসারত দিতে হয় তার জন্য আমি প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনা থেকে যদি ভবিষ্যতে কেউ শিক্ষা নেয় তবে ভাল। আমি সারাজীবন আক্ষেপ করব। আমি অনুতপ্ত। হয়তো একটা সময়ের পর আবার সম্মান ফিরে পাব।’ নিজের কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত স্মিথ। জানান, কাউকেই তিনি দোষ দিতে চান না। তাঁর অধিনায়কত্বে যখন দল খেলছে তখন সমস্ত দায় তাঁর। গত শনিবার মাঠে যা হয়েছে তা পুরোটাই তাঁরই দোষ। এরপরই কান্নায় ভেঙে পড়েন স্মিথ। কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। ক্রিকেটকে সত্যি ভালবাসি। অস্ট্রেলিয়াকে যা দুঃখ দিয়েছি তার জন্য শুধু ক্ষমাই প্রার্থণা করতে পারি আপামর জনতা ও অনুরাগীদের কাছে।’ অন্যদিকে, অবশেষে দোষ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার। বল বিকৃতি ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার সদ্য বিদায়ী সহ-অধিনায়ক। জানিয়ে দিলেন, ক্রিকেটকে ধ্বংস করার জন্য যে ভুল তিনি করেছেন তা সত্যিই ক্ষমার অযোগ্য। বিতর্কের জেরে ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পনসরশিপ ছেড়ে দিল ম্যাগেল্যান। ম্যাগেল্যানই ক্রিকেট অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্পনসর ছিল। ওয়ার্নারের কাছ থেকে ইতিমধ্যেই স্পনসররা সরে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স উৎপাদক সংস্থা এলজি জানিয়েছে, তারা আর ওয়ার্নারকে স্পনসর করবে না। সরে গিয়েছে এসিসও। আইপিএল তাঁকে আগেই বয়কট করেছে।

[  বল বিকৃতি কাণ্ডে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নির্বাসন অজি ক্রিকেট বোর্ডের ]

ঘরে বাইরে যখন প্রবল চাপের মুখে অস্ট্রেলিয়া ক্রিকেট, তখন কোচের পদে আর বসে থাকতে নারাজ লেহম্যানও। অধিনায়ক যেমন নিজের কাঁধে দোষ নিয়েছেন, অনেকটা সে পথ অনুসরণ করে কোচও পদত্যাগ করলেন। যদিও এই কাণ্ডে তাঁকে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু ভদ্রলোকের খেলায় ভদ্রতার নমুনা রেখেই সরলেন লেহম্যান।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement