BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস বাংলাদেশের, নেদারল্যান্ডসকে হারিয়ে জয়যাত্রা শুরু টাইগারদের

Published by: Anwesha Adhikary |    Posted: October 24, 2022 3:14 pm|    Updated: October 24, 2022 3:14 pm

Bangladesh beats Netherlands, creates history in T-20 World Cup | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) মূলপর্বে উঠে এই প্রথমবার কোনও ম্যাচ জিতল শাকিব আলা হাসানের দল। দেশের ক্রিকেটের ইতিহাসে দিনটিকে স্মরণীয় করে রাখলেন তাসকিন আহমেদ। ৯ রানে ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ (Bangladesh Cricket Team)।

সোমবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল বাংলাদেশ। সুপার ১২ পর্যায়ে তাদের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস (Netherlands vs Bangladesh)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে শেষ হাসি হাসল টাইগাররা। চার উইকেট তুলে নিয়ে ম্যাচের নায়ক বাংলাদেশের তাসকিন আহমেদ। অল্পের জন্য সোমবার হ্যাটট্রিক মিস করেছেন বাংলাদেশি পেসার। তবে শেষ বল পর্যন্ত মরিয়া লড়াই করেছেন ডাচ ব্যাটাররা। কুড়িতম ওভারের একেবারে শেষ বলে গিয়ে অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস।

টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ে উঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও মাঝখানে ম্যাচ থেকে প্রায় হারিয়ে গিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। দুর্বল নেদারল্যান্ডসের বোলিংয়ের সামনেও কাঁপছিলেন ব্যাটাররা। কুড়ি ওভারে ১৫০ রানের গণ্ডিও পেরতে পারেনি টাইগাররা। মাত্র ৭৬ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। আক্রমণাত্মক ভাবে ব্যাটিং শুরু করেও সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

[আরও পড়ুন: ‘তোমার জন্য গুলি খেতেও রাজি’, পাক বধের পর বিরাটকে বার্তা হার্দিকের]

শেষের দিকে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের দাপটে সম্মানজনক স্কোরে পৌঁছয় বাংলাদেশ। কুড়ি ওভারের শেষে আট উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে তারা। দু’টি করে উইকেট তুলে নিয়েছেন পল মিকেরেন ও বাস ডি লিড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন আফিফ। এত কম রান করে কি ম্যাচ জেতা যাবে? প্রশ্ন জেগেছিল সমর্থকদের মনে।

তবে নেদারল্যান্ডস ইনিংসের শুরুতেই বড় ধাক্কা দেন তাসকিন। প্রথম ওভারেই পরপর দু’বলে দুটি উইকেট তুলে নেন তিনি। অল্পের জন্য হ্যাটট্রিকের সুযোগ তাঁর হাতছাড়া হয়। তবে ধাক্কা সামলে পালটা লড়াই শুরু করেন ডাচ ব্যাটাররা। ৪৮ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন কলিন আকেরম্যান। উলটো দিকে যোগ্য সঙ্গতের অভাবে ম্যাচ জিতিয়ে আসতে পারেননি তিনি। ডেথ ওভারে বল করতে এসে আবার ধাক্কা দেন তাসকিন। ম্যাচের শেষে তাঁর পরিসংখ্যান, ২৫ রান দিয়ে চার উইকেট। তবে বোলারদের দাপটে ম্যাচ জিতে গেলেও, ব্যাটিং নিয়ে বাংলাদেশের চিন্তা রয়েই যাবে।

[আরও পড়ুন:‘ফিট ছিলেন না শাহিন’, বিশ্বকাপে ভারতের কাছে হারের পর সাফাই প্রাক্তন পাক ক্রিকেটারদের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে