Advertisement
Advertisement
Bangladesh vs Sri Lanka

ফিরল বিশ্বকাপের ‘টাইমড আউট’ বিতর্ক, শরিফুলের উদযাপন নিয়ে জোর চর্চা

দেখে নিন আউট করার পরে শরিফুলের সেলিব্রেশন।

Bangladesh pacer Sofirful Islam's timed out celebration against Sri Lanka

শরিফুলের উদযাপন। (ডানে) বিশ্বকাপে টাইমড আউটের পরে ডাগ আউটে ফিরছেন ম্যাথিউজ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 5, 2024 2:06 pm
  • Updated:March 5, 2024 3:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ‘টাইমড আউট’ (Timed Out) বিতর্কের ক্ষতে এখনও প্রলেপ পড়েনি শ্রীলঙ্কার। সেই ক্ষতে আরও একবার নুনের ছিঁটে দিলেন বাংলাদেশের শরিফুল ইসলাম।
শিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে (Bangladesh vs Sri Lanka) আরও একবার দেখা গেল ‘টাইমড আউট’ বিতর্কের রেশ। অভিষ্কা ফের্নান্দোকে ফেরানোর পরে শরিফুল ইসলাম হাতের ঘড়ি দেখান। মনে করিয়ে দেন বিশ্বকাপের সেই বিতর্কিত টাইমড আউটের ঘটনা।
বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করেছিলেন শাকিব আল হাসান। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ক্রিকেটবিশ্ব দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছিল এই ‘টাইমড আউট’ বিতর্কে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার ফের্নান্দো অবশ্য বড় রান পাননি। শরিফুল ইসলামের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ফের্নান্দোকে ফেরানোর পরেই শরিফুলকে দেখা যায় তিনি নিজের ঘড়ি দেখাচ্ছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইমড আউট’ করার ঘটনা ফিরিয়ে আনেন বাংলাদেশের বোলার।  

 

Advertisement

[আরও পড়ুন: র‌্যাকেট তুলে রাখলেন সাই প্রণীত, মার্কিন মুলুকে শুরু করবেন নতুন ইনিংস]

Advertisement

কী এই ‘টাইমড আউট’? এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ”একজন ব্যাটসম্যানের আউট হওয়ার পর বা অবসর নেওয়ার পর নতুন যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাঁকে টাইমড আউট হতে হবে।” 

উল্লেখ্য, শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৬ রান করে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ থামে আট উইকেটে ২০৩রানে।

[আরও পড়ুন: ‘অধিনায়কের জন্যই হারলাম’, রনজি থেকে বিদায়ের পর কোচের তোপ, ক্ষুব্ধ কার্তিক]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ