Advertisement
Advertisement

Breaking News

BCCI

রনজিতে অবনমন চালু করছে বোর্ড, ঘোষিত আগামী মরশুমে ঘরোয়া ক্রিকেটের সূচি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও আসছে নতুন নিয়ম।

BCCI introduces new promotion-relegation rule in Ranji Trophy
Published by: Arpan Das
  • Posted:June 14, 2025 9:21 pm
  • Updated:June 14, 2025 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটের আগামী মরশুমের সূচি জানিয়ে দিল বিসিসিআই। যেখানে রনজি ট্রফিতে আছে বিরাট বদল। এছাড়া নতুন পদ্ধতি চালু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। শনিবার বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

Advertisement

২০১৮-১৯ মরশুমে রনজি ট্রফিতে ৯টি দল ছিল। যার মধ্যে উত্তর-পূর্বের একটি দলও ছিল। মেঘালয়ে রনজি ট্রফিতে খেললেও গত মরশুমের সাতটি ম্যাচের সাতটিতেই হেরেছিল। এবার রনজিতে অবনমন চালু করছে বিসিসিআই। পাশাপাশি প্রোমোশনও থাকছে। দুটি প্লেট গ্রুপ থেকে একটি করে টিম অবনমনে যাবে। একই ভাবে পরের মরশুম থেকে দুটি দল প্রোমোশনও পাবে।

বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, “সিনিয়র ও জুনিয়র বিভাগের পুরুষের একাধিক দিনের টুর্নামেন্টে প্রোমোশন ও অবনমন চালু করা হচ্ছে।” এই নতুন ফরম্যাট লাল বলের সব বয়সভিত্তিক ক্রিকেটেই চালু হবে। দুই পর্বে হবে রনজি ট্রফি। প্রথম পর্ব হবে ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর। দ্বিতীয় পর্ব ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি এবং নকআউট পর্ব ৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি।

মরশুম শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। যা চলবে ২৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই ট্রফি এবার ফের জোনাল ফরম্যাটে ফিরছে। এরপর ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে ইরানি ট্রফি। রনজির দুটি পর্বের মাঝখানে হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। যা চলবে ২৬ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর। এবার এই ট্রফিতেও বদল আসছে। এবার নকআউটে যোগ্যতা অর্জনকারী দলগুলিকে দুটি আলাদা গ্রুপে রাখা হবে। প্রতি গ্রুপের চারটি দল নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের সেরা দুটি দল ফাইনাল খেলবে। এছাড়া হেড টু হেড নিয়মের বদলে এবার দেখা হবে নেট রানরেটের অঙ্ক।

একনজরে ঘরোয়া ক্রিকেটের সূচি

দলীপ ট্রফি: ২৮ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর
ইরানি কাপ: ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর
রনজি ট্রফি
প্রথম পর্ব: ১৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর
দ্বিতীয় পর্ব: ২২ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি
নকআউট পর্ব: ৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ২৬ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement